বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
Published : 08 Dec 2024, 11:36 PM
বেসরকারি সীমান্ত ব্যাংক পিএলসিকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) জন্য আরও দেড় বছর সময় দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিয়ন্ত্রণাধীন ব্যাংকটি নির্ধারিত শেয়ার ছেড়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে এখন ২০২৬ সালের জুন পর্যন্ত সময় পেল।
রোববার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা সাংবাদিকদের বলেন, “সীমান্ত ব্যাংক পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে আইপিওতে আসার জন্য সময় বাড়ানোর একটা আবেদন করেছিল। সেই আবেদনের প্রেক্ষিতে ব্যাংকটিকে আইপিওতে আসতে ২০২৬ সালের জুন পর্যন্ত সময় দেওয়া হয়েছে।“
বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের রোববারের সভায় এ সিদ্ধান্ত অনুমোদন করার তথ্য দেন তিনি।
সীমান্ত ব্যাংক ২০১৬ সালের ১ সেপ্টেম্বর কার্যক্রম শুরু করে। কার্যক্রমের আট বছর পার হয়ে গেলেও আইপিওতে আসতে সক্ষম হয়নি ব্যাংকটি।
বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, কোনো ব্যাংক কার্যক্রম শুরু করার তিন বছরের মধ্যে আইপিওতে আসার ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা রয়েছে। তবে আইপিওতে আসতে হলে পরপর তিন বছর মুনাফা করতে হয়।
এ বিষয়ে সীমান্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে চাননি।