“গত কয়েকদিন কিছু জাংক শেয়ারের দর বেড়েছিল, সেখান থেকে প্রফিট তুলে নিয়েছে তারা। এ কারণে আজ পড়ে গেছে সূচক।”
Published : 22 Jan 2025, 04:36 PM
টানা তিন দিনে ৬৯ পয়েন্ট এগোনোর পর সপ্তাহের চতুর্থ দিনে এসে ২৫ পয়েন্ট হারিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স।
বুধবার এ বাজারে লেনদেন শুরু হয়েছিল সূচকের ঘরে ৫ হাজার ২০২ পয়েন্ট নিয়ে। ধারাবাহিক পতনে শেষ পর্যন্ত সূচকে ৫ হাজার ১৭৭ পয়েন্ট নিয়ে দিনের লেনদেন শেষ হয়।
অধিকাংশ কোম্পানির শেয়ারের দর হারানোর দিনে লেনদেন খানিকটা কমে হয়েছে ৪১৩ কোটি টাকা। আগের দিন মঙ্গলবার ৪৯৯ কোটি ১৪ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।
ডিএসইর ব্রোকারেজ কোম্পানিগুলোর সংগঠন ডিবিএ এর সভাপতি সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রফিট টেকিংয়ের কারণে সূচক কমে গেছে। গত কয়েকদিন কিছু জাংক শেয়ারের দর বেড়েছিল, সেখান থেকে প্রফিট তুলে নিয়েছে তারা। এ কারণে আজ পড়ে গেছে সূচক।”
মন্দ মানের শেয়ারের দরে ‘উত্থান ঘটিয়ে’ মূলধনী মুনাফা তুলে নেওয়ার প্রবণতা বাজারের জন্য ‘ভালো সংকেত নয়’ বলে মন্তব্য করেন তিনি।
ডিএসইর প্রধান মূল্য সূচক পুণর্গঠন করার পর গত রোববার লেনদেন শুরু হয়। এরপর থেকে লেনদেন ও সূচক বাড়ছিল। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছিলেন বিনিয়োগকারীরা। তিন দিনের ব্যবধানে সূচক পতনে বেরিয়ে এল সূচক বৃদ্ধির আড়ালের চিত্রটি।
ডিএসইর লেনদেন তথ্য অনুযায়ী, মূল বাজারে শেয়ার লেনদেন কমলেও বেড়েছে ব্লক মার্কেটে। এ বাজারে ৩৫ কোটি ৩৯ লাখ টাকার লেনদেন করে ৩০টি কোম্পানি। আগের দিনের মত একক কোম্পানি হিসেবে সর্বোচ্চ ১৩ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার হাতবদল করে টেলিকম খাতের কোম্পানি এডিএন।
বুধবার লেনদেনে আসা ৩৯৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯২টির, কমেছে ২৪৭টির এবং ৫৭টির লেনদেন হয় আগের দিনে দরে।
ওষুধ ও রসায়ন, আইটি ও ব্যাংক খাতের শেয়ার বিক্রি বাড়ায় ডিএসইর সার্বিক লেনদেনে শীর্ষে উঠে আসে এ তিন খাত। সবচেয়ে বেশি ১৬ দশমিক ৬৭ শতাংশ বা ৬৪ কোটি ৬০ টাকার লেনদেন করে ওষুধ ও রসায়ন খাত।
দিন শেষে ক্লোজিং প্রাইস বিবেচনায় ডিএসইতে শেয়ার দর বৃদ্ধিতে শীর্ষে উঠে আসে বঙ্গজ লিমিটেড, বিডি অটোকারস ও জেনেক্স ইনফোসিস।
অন্যদিকে সবচেয়ে বেশি দর হারানো শেয়ারের তালিকায় শীর্ষে চলে আসে রেনউইক যজ্ঞেশ্বর, ফারইস্ট ইন্স্যুরেন্স ও অ্যাসোসিয়েটেড অক্সিজেন।