Published : 01 Sep 2024, 11:30 PM
ঢাকা স্টক এক্সচেঞ্জ- ডিএসইতে স্বতন্ত্র সাত পরিচালক নিয়োগ দিল নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বিএসইসি।
আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া স্বতন্ত্র পরিচালকরা সরে যাওয়ার পর শূন্যপদে জায়গা করে নিলেন তারা।
রোববার বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯১৮ তম জরুরি কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
যারা নিয়োগ পেয়েছেন তাদের মধ্যে আছেন: ডিএসইর সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও বর্তমানে মালদ্বীপ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কে এ এম মাজেদুর রহমান, আর্মি ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কামরুজ্জামান, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব নাহিদ হোসেন, বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল মফিজুল ইসলাম রাশেদ।
অন্যরা হলেন সেন্টার অন ইনটিগ্রেটেড ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিক, সিরডাপের পরিচালক (গবেষণা) হেলালউদ্দিন, মেটলাইফ বাংলাদেশের সাবেক মহাব্যবস্থাপক সৈয়দ হাম্মাদুল করীম ও বাংলাদেশ ব্যাংকের (লিয়েন) চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার ইসহাক মিয়া।
বিএসইসি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্টক এক্সচেঞ্জ এর নমিনেশন অ্যান্ড রেমুনারেশন কমিটির (এনআরসি) প্রস্তাবের পরিপ্রেক্ষিতে কমিশন এই স্বতন্ত্র পরিচালকদের নিয়োগ দিয়ে থাকে।
ডিএসই থেকে স্বতন্ত্র পরিচালক পদত্যাগ করা ও প্রয়োজনীয় সংখ্যক পরিচালক না থাকায় এনআরসি নেই। কমিটি না থাকায়, স্বতন্ত্র পরিচালক নির্বাচন বিষয়ে ডিএসই থেকে প্রস্তাব দেওয়ার সুযোগটি নেই।
আইন অনুযায়ী ডিএসই এর পরিচালনা পর্ষদ পূর্ণাঙ্গ ও কার্যকর নয় জানিয়ে বিএসইসি বলেছে, “পুঁজিবাজারের সার্বিক উন্নয়ন ও বিনিয়োগকারীর স্বার্থ রক্ষার্থে স্বতন্ত্র পরিচালক নিয়োগ করা অতীব আবশ্যক ও জরুরি।”