চেলসির বিপক্ষে তিন বার এগিয়ে গিয়েও পয়েন্ট খোয়ানোর হতাশা থাকতে পারে ম্যানচেস্টার সিটির। তবে এ নিয়ে কোনো দুঃখ নেই রদ্রির। বরং লড়াই করে পাওয়া ১ পয়েন্ট, সেই সুবাদে লিগ টেবিলে শীর্ষে থাকাকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন এই মিডফিল্ডার।
প্রিমিয়ার লিগে গত রোববার চেলসি-সিটির রোমাঞ্চকর ম্যাচটি ড্র হয় ৪-৪ সমতায়। ম্যাচের ২৫তম মিনিটে আর্লিং হলান্ড সিটিকে এগিয়ে দেন। চার মিনিট পর সমতা টানেন চিয়াগো সিলভা। এরপর রাহিম স্টার্লিংয়ের গোলে লিড নেয় চেলসি। তবে বিরতির আগে মানুয়েল আকনজির গোলে স্কোরলাইন ২-২ হয়।
দ্বিতীয়ার্ধে হলান্ডের গোলে ফের লিড নেয় পেপ গুয়ার্দিওলার দল। জমে ওঠা ম্যাচে এরপর নিকোলাস জ্যাকসন সমতায় ফেরান চেলসিকে।
উত্থান-পতনের উত্তেজনায় ঠাসা ম্যাচে ৮৬তম মিনিটে রদ্রির গোলে জয়ের সুবাসই পাচ্ছিল সিটি। কিন্তু তাদের হতাশ করে যোগ করা সময়ে কোল পালমারের সফল স্পট কিকে ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে চেলসি।
এই ড্রয়ে ১২ রাউন্ড শেষে ২৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষে আছে শিরোপাধারী সিটি। সমান ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে যথাক্রমে দুই ও তিনে আছে লিভারপুল ও আর্সেনাল। ১৬ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে চেলসি।
জয় না পেলেও দল যে হার না মানা মানসিকতা দেখিয়েছে, সেটাই ভালো লেগেছে রদ্রির। ক্লাবের ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে স্প্যানিশ এই মিডফিল্ডার বলেন, ম্যাচের ফলাফল নিয়ে আক্ষেপ না থাকার কথা।
“আমরা কখনই হাল ছাড়িনি, মনোবল হারায়নি। শেষ পর্যন্ত এটি এমন একটি ড্র, যা আমাদের টেবিলে প্রথম হওয়ার সম্ভাবনা তৈরি করে দিয়েছে। এটি একটি ইতিবাচক পয়েন্ট। আপনি যখন সবকিছু উজাড় করে দেবেন, এরপর আর আক্ষেপ করার কিছুই নেই। আমাদের নিঃসন্দেহে একটা ইতিবাচক মানসিকতা আছে।”
“প্রতি মৌসুমের মতো এই মৌসুমেও উত্থান-পতন থাকবে। তবে আমাদের নিশ্চিত করতে হবে আমরা যেন একতাবদ্ধ থাকি। এই মুহূর্তে আমরা লিগের সেরা দল, তাই আমাদের এভাবেই কাজ চালিয়ে যেতে হবে।”