ব্রাজিল দলে ৫ নতুন মুখ

বিশ্বকাপ বাছাইপর্বে এই মাসে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Nov 2023, 07:16 PM
Updated : 6 Nov 2023, 07:16 PM

বিশ্বকাপ বাছাইপর্বে দারুণ শুরুর পর পথ হারিয়েছে ব্রাজিল দল, পরপর দুই ম্যাচে খেয়েছে হোঁচট। জয়ের পথে ফেরার মিশনে স্কোয়াডে তাই বেশ কিছু পরিবর্তন এনেছেন দলটির অন্তর্বর্তীকালীন কোচ ফের্নান্দো জিনিস।

প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন পাঁচ জন; দগলাস লুইস, পেপে, জোয়াও পেদ্রো, এন্দ্রিক ও পাওলিনিয়ো।

চলতি মাসে বাছাইয়ের দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। আগামী ১৬ নভেম্বর কলম্বিয়ার বিপক্ষে এবং তার চার দিন পর আর্জেন্টিনার বিপক্ষে খেলবে পাঁচবারের চ্যাম্পিয়নরা।

এই দুই ম্যাচের জন্য সোমবার ২৪ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ।

পায়ের চোটে দীর্ঘ সময়ের জন্য ছিটকে গেছেন নেইমার। তিনি ছাড়া অবশ্য আক্রমণভাগের বাকিদের সবাইকেই পাচ্ছেন কোচ।

বাছাইয়ে প্রথম দুই রাউন্ডে জয়ী ব্রাজিল গত মাসে ভেনেজুয়েলার সঙ্গে ১-১ ড্র করে, আর পরের ম্যাচে ২-০ গোলে হেরে যায় উরুগুয়ের বিপক্ষে।

চার ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে ব্রাজিল। তাদের সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উরুগুয়ে।

চার ম্যাচের সবগুলো জিতে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা।

ব্রাজিল স্কোয়াড:

গোলরক্ষক: আলিসন (লিভারপুল), এদেরসন (ম্যানচেস্টার সিটি), লুকাস পেরি (বোতাফোগো)

ডিফেন্ডার: এমেরসন (টটেনহ্যাম), রেনান লোদি (অলিম্পিক মার্সেই), কার্লোস আউগুস্তো (ইন্টার মিলান), ব্রেমের (ইউভেন্তুস), গাব্রিয়েল (আর্সেনাল), মার্কিনিয়োস (পিএসজি), নিনো (ফ্লুমিনেন্সে)

মিডফিল্ডার: আন্দ্রে (ফ্লুমিনেন্স), ব্রুনো গিমারেস (নিউক্যাসল ইউনাইটেড), দগলাস লুইস (অ্যাস্টন ভিলা), জোয়েলিনতন (নিউক্যাসল ইউনাইটেড), রাফায়েল ভেইগা (পালমেইরাস)

ফরোয়ার্ড: রদ্রিগো (রেয়াল মাদ্রিদ), এন্দ্রিক (পালমেইরাস), গাব্রিয়েল জেসুস (আর্সেনাল), গাব্রিয়েল মার্তিনেল্লি (আর্সেনাল), ভিনিসিউস জুনিয়র (রেয়াল মাদ্রিদ), জোয়াও পেদ্রো (ব্রাইটন), পাওলিনিয়ো (আতলেতিকো মিনেইরো), পেপে (পোর্তো)