Published : 24 Aug 2023, 12:57 PM
চুমু-কাণ্ডে লুইস রুবিয়ালেস ক্ষমা চাইলেও থামছে না আলোচনা-সমালোচনার ঝড়। বরং স্রেফ ক্ষমা চেয়েই যেন তিনি পার না পান, সেই দাবি জোরাল হচ্ছে আরও। এবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানালেন চুমুর শিকার জেনিফার এরমোসো। নিজ দেশের ফুটবল প্রধানের কড়া শাস্তি দাবি করলেন স্পেনের অভিজ্ঞ এই ফুটবলার।
সম্প্রতি বিশ্বকাপ ফাইনাল শেষে ওই ঘটনায় স্পেনের ভেতরে-বাইরে অনেক আলোচনা চললেও এরমোসোর প্রকাশ্য প্রতিক্রিয়া জানা গেল এই প্রথম। পেশাদার নারী ফুটবলারদের সংগঠন ফুটপ্রো ইউনিয়ন ও নিজের এজেন্সির মাধ্যমে যৌথ বিবৃতিতে নিজের দাবি জানান ৩৩ বছর বয়সী ফুটবলার।
“আমার এজেন্সি টিএমজে-এর সঙ্গে মিলে আমার ইউনিয়ন ফুটপ্রো দেখভাল করছে আমার ব্যাপারটি এবং এই ঘটনায় তারাই আমার মুখপাত্র হিসেবে কাজ করবে।”
“আমরা একসঙ্গে এটা নিশ্চিত করতে কাজ করছি যেন, এই ধরনের ঘটনায় কেউ যেন কখনোই শাস্তি না পেয়ে পার পায় এবং এই ধরনের অগ্রহণযোগ্য আচরণ থেকে নারী ফুটবলারদের রক্ষা করতে যেন তাদের শাস্তি দেওয়া হয় ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হয়।”
রুবিয়ালেসের ‘উপযুক্ত শাস্তি’ নিশ্চিত করতে আগামী সোমবার স্পেনের সেকেন্ড ডেপুটি প্রধানমন্ত্রী জোলান্দা দিয়াসের সঙ্গে দেখা করবে ফুটপ্রো ইউনিয়ন।
স্পেনের নারী ফুটবল লিগ ‘লিগা এফ’ কর্তৃপক্ষ এর মধ্যেই রুবিয়ালেসকে সরিয়ে দেওয়ার দাবি তুলেছে এবং জাতীয় স্পোর্টস কাউন্সিলের সভাপতির কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে। তাদের মতে, “কোনো সংস্থার প্রধান কোনোভাবেই তার কর্মীকে এভাবে মাথায় আঁকড়ে ধরে মুখে চুমু দিতে পারেন না এবং এটা মেনে নেওয়া যায় না।”
সিডনিতে গত রোববার ইংল্যান্ডকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয় স্পেন। ম্যাচের পর পুরস্কার বিতরণী মঞ্চে মেডেল নেওয়ার সময় উচ্ছ্বসিত রুবিয়ালেস দলের সব ফুটবলারকেই আলিঙ্গনে জড়ান, গালে ও কপালে চুমু এঁকে দেন অনেকের, জড়িয়ে উঁচুতে তুলে ধরেন কাউকে কাউকে। তবে এরমোসোর ক্ষেত্রে মাত্রা ছিল আরেকটু তীব্র। স্পেনের হয়ে একশর বেশি ম্যাচ খেলা এই ফুটবলারকে বেশ কিছুটা সময় আলিঙ্গনে জড়িয়ে রেখে পরে দুহাত দিয়ে মাথায় ধরে আচমকা ঠোঁটে চুমু দেন তিনি।
সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে এটা নিয়ে সমালোচনা শুরু হলে শুরুতে সমালোচনাকারীকে ‘ইডিয়ট’ বলেন রুবিয়ালেস। পরে সমালোচনার স্রোত তীব্র হলে তিনি ভিডিও বার্তায় ক্ষমা প্রার্থনা করেন। তবে তাতেও কমেনি ঝড়। বরং স্পেনের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস স্বয়ং বলেন, স্রেফ ক্ষমা চাওয়াই এখানে যথেষ্ট নয়।