আগামী ২৭ ফেব্রুয়ারি জানা যাবে কে পাচ্ছেন সবচেয়ে দর্শনীয় গোলের পুরস্কার।
Published : 10 Feb 2023, 08:12 PM
দর্শনীয় গোলের পুরস্কার ফিফা পুসকাস অ্যাওয়ার্ডের তিন ফাইনালিস্টের নাম প্রকাশিত হয়েছে। সেরার দৌড়ে আছেন রিশার্লিসন, দিমিত্রি পায়েত ও মার্সিন ওলেক্সি।
দুর্ঘটনা না অন্য কেনো কারণে অঙ্গহানি হওয়াদের নিয়ে হওয়া অ্যাম্পুটি ফুটবলের তারকা ওলেক্সি। রিশার্লিসন ও পায়েতের মতো মুগ্ধতা ছড়ানো গোল উপহার দিয়েছেন তিনিও। কে সেরা হবেন, তা জানা যাবে আগামী ২৭ ফেব্রুয়ারি; প্যারিসে ‘দা বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে।
কিংবদিন্ত ফেরেঙ্ক পুসকাসের নামে দেওয়া এই পুরস্কারের জন্য প্রাথমিকভাবে ১১টি গোল মনোনীত হয়েছিল। ফিফার ওয়েবসাইটে সমর্থকদের দেওয়া ভোটে এবং বিশেষজ্ঞদের ভোটে সংক্ষিপ্ত তালিকায় ঠাঁই হয়েছে এই তিনটি গোল।
পোল্যান্ডের অ্যাম্পুটি ফুটবলার ওলেক্সির অ্যাক্রোবেটিক শটে গোলটি মুগ্ধতা ছড়িয়েছিল সমর্থকদের মনে। বক্সের ঠিক উপর থেকে স্ক্র্যাচে ভর করে শরীরটাকে শূন্যে ভাসিয়ে দারুণ শটে করা গোলটি ভাইরাস হয়েছিল এবং ওই গোলের পর ওলেক্সিকে ঘিরে তার সতীর্থদের উদযাপন ছিল বাঁধভাঙা।
পোল্যান্ডের তারকা ফুটবলার রবের্ত লেভানদোভস্কিও ওই গোলের জন্য সামাজিক যোগাযোগের মাধ্যমে ওলেক্সিকে সমর্থন করার জন্য বার্তা দেন।
পায়েতের গোলটি ছিল উয়েফা কনফারেন্স লিগের কোয়ার্টার-ফাইনালে পাওকের বিপক্ষে ম্যাচে করা। কর্নারের পর ২৫ গজ দূর থেকে অবিশ্বাস্য হাফ-ভলিতে লক্ষ্যভেদ করেছিলেন মার্সেইয়ের অধিনায়ক।
রিশার্লিসনের গোলটি কাতার বিশ্বকাপে সার্বিয়ার বিপক্ষে করা। ব্রাজিলের ২-০ গোলে জেতা ওই ম্যাচে ভিনিসিউস জুনিয়রের পাস আলতো টোকায় উপরে তুলে শরীরটাকে শূন্যে ভাসিয়ে চোখ ধাঁধানো ভলিতে জাল খুঁজে নিয়েছিলেন রিশার্লিসন।
যদি রিশার্লিসনই শেষ পর্যন্ত এবারের পুরস্কারটি জিতেন, তাহলে টানা তৃতীয়বারের মতো টটেনহ্যাম হটস্পারের খেলোয়াড়রা পাবেন এই স্বীকৃতি। ২০২০ সালে সন হিউন মিন ও ২০২১ সালে এরিক লামেলা জিতেছিলেন এই পুরস্কার।