হাসপাতাল থেকে ছাড়া পেলেন আসপিলিকুয়েতা

চেলসির চিকিৎসক দল এই স্প্যানিশ ডিফেন্ডারের অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Feb 2023, 01:26 PM
Updated : 21 Feb 2023, 01:26 PM

প্রিমিয়ার লিগের ম্যাচে মাথায় আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হওয়ার তিন দিন পর ছাড়া পেয়েছেন চেলসির অধিনায়ক সেসার আসপিলিকুয়েতা। ক্লাবের চিকিৎসক দল এই ডিফেন্ডারের অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

স্ট্যামফোর্ড ব্রিজে গত শনিবারের ম্যাচে দ্বিতীয়ার্ধে সাউথ্যাম্পটনের সেকু মারা অসাবধানতাবশত আসপিলিকুয়েতার মাথায় লাথি মারেন। এরপর স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয় এই স্প্যানিয়ার্ডকে।

হাসপাতাল থেকে আসপিলিকুয়েতার ছাড়া পাওয়ার খবর জানিয়ে মঙ্গলবার চেলসি বিবৃতিতে বলেছে, এই খেলোয়াড়ের নিরাপত্তা নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ কনকাশন প্রোটোকল মেনে চলছে তারা।

মাঠে ফেরার জন্য কাজ শুরুর আগে এ দিন তিনি দলের অনুশীলন পর্যবেক্ষণ করেন বলেও জানানো হয়েছে।

নিজেদের পরের লিগ ম্যাচে আগামী রোববার টটেনহ্যাম হটস্পারের মাঠে খেলবে চেলসি। ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন এবং প্রিমিয়ার লিগের কনকশন প্রোটোকলের ওপর নির্ভর করছে ম্যাচটিতে আসপিলিকুয়েতার খেলা।

২৩ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দশম স্থানে আছে চেলসি।