ভুটানের জালে সুরভির ৬ গোল, বাংলাদেশের ৯

ভুটানের বিপক্ষে টানা দুই ম্যাচে হ্যাটট্রিক উপহার দিলেন বাংলাদেশের সুরভি আকন্দ প্রীতি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Nov 2022, 12:25 PM
Updated : 7 Nov 2022, 12:25 PM

ভুটানের বিপক্ষে দ্বিতীয় দেখায় আরও ভয়ঙ্কর হয়ে উঠলেন সুরভি আকন্দ প্রীতি। প্রথমার্ধেই চার গোল করার পর দ্বিতীয়ার্ধে আরও দুবার জালে বল পাঠালেন তিনি। আবারও বড় জয় নিয়ে মাঠ ছাড়ল গোলাম রব্বানী ছোটনের দল।

মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সোমবার ভুটানকে ৯-০ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ। এই দলকেই ৮-০ গোলে হারিয়ে মুকুট ফিরে পাওয়ার মিশন শুরু করেছিল দল।

পঞ্চদশ মিনিটে ভুটানের গোলমুখের আগল খুলে দেন সুরভি। পোস্ট ছেড়ে বেরিয়ে আসা গোলরক্ষককে কাটিয়ে ফাঁকা পোস্টে অনায়াসে বল জড়িয়ে দেন বাংলাদেশের এই ফরোয়ার্ড।

সাত মিনিট পর সতীর্থের পাস ধরে বক্সে ঢুকে প্লেসিং শটে ব্যবধান দ্বিগুণ করেন সুরভি। ৩২তম মিনিটে পূজা দাসের ডান দিক থেকে বাড়ানো ক্রস নিখুঁত শটে জালে জড়িয়ে হ্যাটট্রিক পূরণ করেন এই ফরোয়ার্ড।

চলতি আসরে তিন ম্যাচে দ্বিতীয় হ্যাটট্রিক পেলেন সুরভি। প্রথম ম্যাচে ভুটানকে ৮-০ ব্যবধানে উড়িয়ে দেওয়ার ম্যাচে তিনটি গোল করেছিলেন তিনি।

প্রথমার্ধের যোগ করা সময়ে সতীর্থের লব দুই ডিফেন্ডারের মাঝে পেয়ে যান সুরভি। দ্রুত বক্সে ঢুকে আগুয়ান গোলরক্ষক সোনম চোডেনকে আবারও পরাস্ত করেন তিনি।

দ্বিতীয়ার্ধের শুরুতে সুরভির গোলেই ব্যবধান আরও বাড়িয়ে নেয় বাংলাদেশ। মাঝমাঠ থেকে বল পায়ে কয়েকজনকে কাটিয়ে পূজা থ্রু পাস বাড়ান বক্সে। এক ছুটে বলের নিয়ন্ত্রণ নিয়ে গোলরক্ষককে কাটিয়ে কোনাকুনি শটে আবারও জাল খুঁজে নেন তিনি।

৫৪তম মিনিটে বক্সের বাইরে থেকে ডান পায়ের উচুঁ শটে স্কোরলাইন ৬-০ করেন নুশরাত জাহান মিতু। ৬৫তম মিনিটে ব্যবধান আরও বাড়ে বদলি খেলোয়াড় আয়েশা আক্তারের একটু লবের মতো শট জালে জড়ালে।

৭০তম মিনিটে জয়নব বিবি রিতার ফ্রি কিক ক্রসবারে লেগে প্রতিহত হয়। ১০ মিনিটে পর প্রতিমা মুন্দার হেড পোস্টে লেগে ফেরার পর জটলার ভেতর থেকে লক্ষ্যভেদ করেন থুইনু মারমা।

৮৬তম মিনিটে সুরভির ষষ্ঠ গোলে বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে ২০১৭ সালে এই প্রতিযোগিতার শিরোপা জেতা বাংলাদেশের।

৬ করে পয়েন্ট বাংলাদেশ ও নেপালের। অবশ্য এক ম্যাচ কম খেলেছে নেপাল। তিন দলের এই আসরের শেষ ম্যাচে আগামী শুক্রবার মুখোমুখি হবে তারা। ওই ম্যাচেই নির্ধারণ হবে শিরোপা।