হারলেই বাদ এমন হিসাবের মধ্যে বিশ্বকাপের শেষ গ্রুপ ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা। পয়েন্টের হিসাব নিকাশ যাই হোক মেসির আরেক জাদুতে ঠিকই টিকে থাকবে প্রিয় দল; এমন আশায় খেলা শুরুর অনেক আগেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থাপিত বড় পর্দার সামনে ঠাঁই নাই অবস্থা।