চোটে এক ম্যাচ মিস করার পর পিএসজি দলে ফিরলেন লিওনেল মেসি। বিশ্বকাপ বিরতির আগে দলটির শেষ ম্যাচে লিগ ওয়ানে অক্সের বিপক্ষে দেখা যেতে পারে আর্জেন্টাইন তারকাকে।
রোববারের ম্যাচটির জন্য ক্রিস্তফ গালতিয়ের ঘোষিত দলে রাখা হয়েছে মেসিকে।
‘অ্যাকিলিস টেন্ডনের’ সমস্যার কারণে ফ্রান্সের শীর্ষ লিগের গত রাউন্ডে লরিয়ঁর বিপক্ষে খেলতে পারেননি ৩৫ বছর বয়সী এই ফরোয়ার্ড। পিএসজি অবশ্য শুরুতেই জানিয়েছিল, মেসির বিশ্বকাপে খেলা নিয়ে কোনো দুর্ভাবনা নেই।
চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় গত বৃহস্পতিবার পর্যন্ত বিশ্রামে ছিলেন রেকর্ড সাতবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার। এরপর স্কোয়াডের সঙ্গে অনুশীলনে যোগ দেন তিনি।
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৮ ম্যাচে ১২ গোল করা মেসি সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৪টি গোল।
লিগে ১৪ ম্যাচ ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি।
আগামী ২০ নভেম্বর থেকে শুরু হবে বিশ্বকাপের এবারের আসর।
‘সি’ গ্রুপে মেসির আর্জেন্টিনার তিন প্রতিপক্ষ সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ড।
২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে লিওনেল স্কালোনির দল।