১ পয়েন্টের জন্য গ্র্যান্ডমাস্টার নর্ম পেলেন না ফাহাদ

ভিয়েতনামে হওয়া প্রতিযোগিতায় চতুর্থ হয়েছেন বাংলাদেশের এই ইন্টারন্যাশনাল মাস্টার।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 May 2023, 02:19 PM
Updated : 26 May 2023, 02:19 PM

গ্র্যান্ডমাস্টার নর্মের জন্য দরকার ছিল ৭ পয়েন্ট। ভিয়েতমানের গ্র্যান্ডমাস্টার দাবায় ফাহাদ রহমান তুলতে পারলেন ৬ পয়েন্ট। এক পয়েন্টের ঘাটতির কারণে নর্ম পাওয়া হলো না বাংলাদেশের এই ইন্টারন্যাশনাল মাস্টারের। 

ভিয়েতনামের হ্যানয়ে হওয়া গ্র্যান্ডমাস্টার দাবা প্রতিযোগিতায় শুক্রবার নবম ও শেষ রাউন্ডে স্বাগতিক দেশের গ্র্যান্ডমাস্টার ত্রান তুয়ান মিনের সঙ্গে ড্র করেন ফাহাদ। 

চারটি করে জয় ও ড্রয়ে ৬ পয়েন্ট নিয়ে চতুর্থ হয়েছেন ফাহাদ। ভিয়েতনামের গ্র্যান্ডমাস্টার ত্রান তুয়ান মিন ৯ খেলায় ৭ পয়েন্ট পেয়ে হয়েছেন চ্যাম্পিয়ন। 

৮  দেশের ৩ গ্র্যান্ডমাস্টার, ৪ ইন্টারন্যাশনাল মাস্টার, ১ মহিলা গ্র্যান্ডমাস্টার ও ২ জন ফিদে মাস্টারসহ মোট ১২ জন খেলোয়াড় এ ইভেন্টে অংশগ্রহণ করেন। ফাহাদের শুরুটা হয় ড্র দিয়ে, পরের দুই গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে আশা জাগান তিনি। 

তৃতীয় ও চতুর্থ রাউন্ডে যথাক্রমে ইন্দোনেশিয়ার গ্র্যান্ডমাস্টার প্রিয়াসমোরো নবেন্দ্র ও ভারতের গ্র্যান্ডমাস্টার স্বয়ামস মিশ্রর বিপক্ষে জিতেছিলেন ফাহাদ। পঞ্চম রাউন্ডে তিনি হারিয়ে দেন ভিয়েতনামের মহিলা গ্র্যান্ডমাস্টার ভো থি কিম ফুংকে। 

ষষ্ঠ রাউন্ড পর্যন্ত এই প্রতিযোগিতায় শীর্ষে ছিলেন ফাহাদ। কিন্তু ছন্দ হারান সপ্তম ও অষ্টম রাউন্ডে। এক ঝটকায় নেমে যান তৃতীয় স্থানে। সেখান থেকে আরও এক ধাপ পিছিয়ে আসর শেষ করলেন বাংলাদেশের এই দাবাড়ু।