সেরে উঠতে কতদিন সময় লাগবে এই ফরোয়ার্ডের, জানায়নি বার্সেলোনা।
Published : 30 Jan 2024, 07:41 PM
খারাপ সময়ের মধ্য দিয়ে যাওয়া বার্সেলোনা এবার শুনেছে আরেকটি দুঃসংবাদ। অ্যাঙ্কেলে চোট পেয়েছেন দলটির ফরোয়ার্ড জোয়াও ফেলিক্স।
দলের সঙ্গে মঙ্গলবার অনুশীলনের সময় ডানপায়ের অ্যাঙ্কেলের লিগামেন্টে চোট পান ২৪ বছর বয়সী ফেলিক্স। কাতালান ক্লাবটি এদিন বিবৃতিতে জানিয়েছেন, পর্তুগিজ লেফট-উইঙ্গারকে আপাতত পাবে না তারা।
চোটের মাত্রা কিংবা সেরে উঠতে কতদিন সময় লাগতে পারে, কোনো কিছুই জানায়নি লা লিগা চ্যাম্পিয়নরা।
গত বছরের সেপ্টেম্বরে বার্সেলোনায় যোগ দেওয়া ফেলিক্স সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত খেলেছেন ২৮ ম্যাচ। ৭ গোল করার পাশাপাশি অ্যাসিস্ট করেছেন পাঁচটিতে।
লিগ ম্যাচে বুধবার ওসাসুনার মুখোমুখি হবে বার্সেলোনা। আগামী শনিবার তাদের ম্যাচ রয়েছে আলাভেসের বিপক্ষে। ২১ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে চতুর্থ স্থানে আছে দলটি।