ভিনিসিউসের অনুপস্থিতিতে বাড়তি চাপ অনুভব করছেন রদ্রিগো

আর্জেন্টিনার বিপক্ষে বড় দায়িত্ব পালনের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত রেয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2023, 10:24 AM
Updated : 19 Nov 2023, 10:24 AM

বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনা ম্যাচের আগে ব্রাজিলের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে ভিনিসিউস জুনিয়রের চোট। হাইভাল্টেজ ম্যাচটিতে তাই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে রদ্রিগোর ভূমিকা। এই তরুণ ফরোয়ার্ডও সেটা অনুভব করছেন। রেয়াল মাদ্রিদের এই ফুটবলার বলেছেন, চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ম্যাচে বাড়তি দায়িত্ব থাকবে তার ওপর।

চোটের কারণে আগেই নেইমার ছিটকে যাওয়ায় ব্রাজিল দলে ভিনিসিউসের ওপর প্রত্যাশা বেড়ে গিয়েছিল। কিন্তু গত শুক্রবার কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে ঊরুতে চোট পান তিনি। ধারণা করা হচ্ছে, এজন্য তাকে মাঠের বাইরে থাকতে হবে ১০ সপ্তাহের মতো।

দক্ষিণ আমেরিকার বাছাইয়ে বাংলাদেশ সময় আগামী বুধবার সকালে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে লিওনেল স্কালোনির দল। আর সবশেষ দুই ম্যাচে পরাজিত পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ৭ পয়েন্ট নিয়ে আছে পাঁচ নম্বরে।

দলের ফর্ম ভালো নয়, তার ওপর ভিনিসিউসও নেই, সব মিলিয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে বিশেষ কিছু করার তাড়না অনুভব করছেন রদ্রিগো। শনিবার সংবাদ সম্মেলনে ২২ বছর বয়সী এই ফুটবলার বলেছেন, বড় দায়িত্ব নিতে প্রস্তুত তিনি।

“এটা ব্রাজিলের হয়ে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর একটি হতে যাচ্ছে। ভিনিসিউসের চোট নিয়ে আমরা সবাই হতাশ এবং আমি মনে করি, আমার কাছ থেকে আরও বেশি প্রত্যাশা থাকবে।”

ব্রাজিলের জার্সিতে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ১৯ ম্যাচ খেলেছেন রদ্রিগো, গোল করেছেন ৪টি। এর মধ্যে দুটি করেন গত সেপ্টেম্বরে বাছাইয়ে বলিভিয়ার বিপক্ষে। ওই ম্যাচ তার দল জিতেছিল ৫-১ গোলে।