পর্তুগিজ তারকাকে অনুসরণ করে রিয়াল মাদ্রিদের ৭ নম্বর জার্সি পেয়ে উচ্ছ্বসিত ভিনিসিউস জুনিয়র।
Published : 29 Jul 2023, 07:41 PM
রিয়াল মাদ্রিদে একটা লম্বা সময় যে জার্সি পরে মাঠ মাতিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো, রেকর্ড গড়েছেন ভুরিভুরি, নতুন মৌসুমে সেই সাত নম্বর জার্সি পেয়ে রোমাঞ্চিত ভিনিসিউস জুনিয়র। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বললেন, রোনালদোকে অনুপ্রেরণা মেনেই ফুটবলে এগিয়ে চলেছেন তিনি।
রিয়ালে যোগ দেওয়ার পর থেকে ২০ নম্বর জার্সি পরে খেলেছেন ভিনিসিউস। গত জুনে ২০২৩-২৪ মৌসুমেকে সামনে রেখে তাকে দেওয়া হয় ক্লাবটির বিখ্যাত ৭ নম্বর জার্সি। রোনালদো ছাড়াও যা একসময় ছিল রাউল গনসালেসের মতো তারকার গায়ে।
তবে ভিনিসিউস খুশি রোনালদোকে অনুসরণ করে ৭ নম্বর জার্সি পেয়ে। ২০০৯ সালে রিয়ালে যোগ দিয়ে ২০১৮ সাল পর্যন্ত খেলেন ৩৮ বছর বয়সী রোনালদো। ক্লাব ফুটবলের সম্ভাব্য সব শিরোপা একাধিকবার জেতেন দলটির হয়ে। রিয়ালের ইতিহাসের সর্বোচ্চ গোলস্কোরারও তিনি।
প্রাক-মৌসুম প্রস্তুতিতে এখন যুক্তরাষ্ট্রে আছে রিয়াল। গত শুক্রবার ক্লাবের সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন জার্সি নম্বর নিয়ে নিজের অনুভূতি জানান ভিনিসিউস। ১১ নম্বর জার্সি পাওয়া রদ্রিগোও জানান তার ভালোলাগার কথা।
???? "Uno completa el otro."
— Real Madrid C.F. (@realmadrid) July 28, 2023
7️⃣ @ViniJr
1️⃣1️⃣ @RodrygoGoes
???????? #RealMadridOnTour pic.twitter.com/5JZb5MTfaF
২৩ বছর বয়সী ভিনিসিউস বলেন, রোনালদোকে আদর্শ মেনেই সামনে এগিয়ে চলেছেন তিনি। তাই তার মতো সাত নম্বর জার্সি পরতে পেরে খুব খুশি তিনি।
“এই জার্সি পরতে পেরে আমি খুব খুশি, যা (এর আগে) অনেক গ্রেট খেলোয়াড়রা পরেছেন। ক্রিস্তিয়ানো রোনালদোর আমার অনুপ্রেরণা, কারণ আমি তার সব খেলা দেখেছি এবং তিনি এই ক্লাবে নিজের ছাপ রেখে গেছেন। তিনি আমার আদর্শ।”
রদ্রিগোর আগের জার্সি নম্বর ছিল ২১। নতুন নম্বরে রিয়ালের কিংবদন্তি ফরোয়ার্ড পাকো গেন্তোর কীর্তি স্পর্শ করার ইচ্ছা তার।
“এটি আমার কাছে অনেক অর্থবহ। এই জার্সি, যা আমি ছোটবেলা থেকেই পছন্দ করি। তিনি (পাকো গেন্তো) ছয়টি চ্যাম্পিয়ন্স লিগ (ইউরোপিয়ান কাপ) জিতেছেন এবং সেই অর্জনের কাছাকাছি থাকতে পারাও আমার জন্য সম্মানের হবে।”
২০১৯ সালে টিএনএজ বয়সে রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে অল্পে দিনেই দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছেন রদ্রিগো। দুটি লা লিগা, একটি কোপা দেলরে এবং আরও কয়েকটি শিরোপার পাশাপাশি একটি চ্যাম্পিয়ন্স লিগও জিতেছেন তিনি।
রিয়ালের ২০২১-২২ ইউরোপ সেরার ট্রফি জয়ের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ২২ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের।