ক্লাব বিশ্বকাপে প্রথম খেলোয়াড় হিসেবে চার আসরে গোল করলেন এই ফরাসি ফরোয়ার্ড।
Published : 13 Dec 2023, 03:03 PM
দারুণ এক কীর্তি গড়ে শিরোনামে এলেন করিম বেনজেমা। ফরাসি এই ফরোয়ার্ড প্রথম খেলোয়াড় হিসেবে ক্লাব বিশ্বকাপের চার আসরে গোল করার রেকর্ড গড়েছেন।
দুর্দান্ত এই অর্জনের জন্য বেনজেমাকে অভিনন্দন জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ইনস্টাগ্রাম বার্তায় বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থাটির প্রধান চলতি আসরের জন্য তাকে শুভকামনাও জানিয়েছেন।
“গ্রেট খেলোয়াড়ের অবিশ্বাস্য এক অর্জন। এই আসরে তোমার জন্য আমার সর্বোচ্চ শুভকামনা থাকল।”
ক্লাব বিশ্বকাপে মঙ্গলবার রাতের ম্যাচে নিউ জিল্যান্ডের দল অকল্যান্ড সিটিকে ৩-০ গোলে হারায় বেনজেমার দল আল-ইত্তিহাদ। রোমারিনিয়ো ও এনগোলা কঁতের লক্ষ্যভেদের পর দলের হয়ে তৃতীয় গোলটি রেয়াল মাদ্রিদের সাবেক ফরোয়ার্ড করেন ৪০তম মিনিটে। এর আগে ২০১৪, ২০১৬ ও ২০২২ আসরে জালের দেখা পেয়েছিলেন এই ফরাসি তারকা।
সাত দলের এই টুর্নামেন্টে স্বাগতিক দেশ সৌদি আরবের প্রতিনিধিত্ব করছে আল-ইত্তিহাদ। বাকি ৬ দল ছয় মহাদেশের চ্যাম্পিয়ন।
এ নিয়ে ক্লাব বিশ্বকাপের ষষ্ঠ আসরে খেলছেন বেনজেমা। আগের পাঁচটি আসরের সবগুলোই ৩৫ বছর বয়সী এই ফরোয়ার্ড খেলেছিলেন রেয়ালের জার্সিতে।
২০১৪, ২০১৫, ২০১৭, ২০১৮ এবং ২০২২-এই পাঁচ আসরে রেয়ালের মতো বেনজেমাও পেয়েছিলেন ক্লাব বিশ্বকাপ জয়ের স্বাদ।