দাবা অলিম্পিয়াডে দুই বিভাগে জয়ে ফিরল বাংলাদেশ

উন্মুক্ত বিভাগে নেদারল্যান্ডস এন্টিলিস ও নারী বিভাগে মাল্টাকে হারিয়েছে বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 July 2022, 05:26 PM
Updated : 31 July 2022, 05:26 PM

জয়ে শুরুর পর দ্বিতীয় রাউন্ডে উভয় বিভাগে হেরেছিল বাংলাদেশ। তৃতীয় রাউন্ডে আবারও উন্মুক্ত ও মহিলা বিভাগে জয়ে ফিরল দল।

ভারতের চেন্নাইয়ে মহাবালিপুরামে শনিবার উন্মুক্ত বিভাগে তৃতীয় রাউন্ডে নেদারল্যান্ডস এন্টিলিসকে ৩.৫-০.৫ পয়েন্টে হারায় বাংলাদেশ।

উন্মুক্ত বিভাগে বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব, গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া জিতেছেন। ড্র করেন ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ।

মেয়েদের বিভাগে মাল্টার বিপক্ষে ৪-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। দলের হয়ে খেলা চার দাবাড়ু মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার শারমীন সুলতানা শিরিন, মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম, উম্মে তাসলিমা প্রতিভা তালুকদার ও মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা-চার জনই জয় পেয়েছেন।

তিন ম্যাচে দুই বিভাগেই ৪ করে পয়েন্ট বাংলাদেশের। আগামী সোমবার চতুর্থ রাউন্ডে উন্মুক্ত বিভাগে ব্রাজিল এবং মহিলা বিভাগে ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ।