নিজের খেলোয়াড়দের স্বার্থপর বললেন টটেনহ্যাম কোচ

সাউথ্যাম্পটনের বিপক্ষে ৩-১ গোলে এগিয়ে গিয়েও পয়েন্ট হারানো আন্তোনিও কন্তের কাছে অগ্রহণযোগ্য।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 March 2023, 11:54 AM
Updated : 19 March 2023, 11:54 AM

ম্যাচের ৭৬ মিনিট পর্যন্ত ৩-১ গোলে এগিয়ে দল। সেখান থেকে জিততে না পারায় খেলোয়াড়দের ওপর ভীষণ ক্ষুব্ধ টটেনহ্যাম কোচ আন্তোনিও কন্তে। তাদের স্বার্থপর বলতেও দ্বিধা করলেন না তিনি। 

সাউথ্যাম্পটনের মাঠে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়। গুরুত্বপূর্ণ দুটি পয়েন্ট হারিয়ে তিনে ওঠার সুযোগ হারায় টটেনহ্যাম।

প্রথমার্ধের যোগ করা সময়ে টটেনহ্যাম এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতে সমতায় ফেরে সাউথ্যাম্পটন। এরপর হ্যারি কেইন ও ইভান পেরিসিচের গোলে ৭৪ মিনিটের মধ্যে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় কন্তের দল। ৭৭তম মিনিটে ব্যবধান কমানো স্বাগতিক দল আবার সমতায় ফেরে যোগ করা সময়ের পেনাল্টি গোলে।

রেফারির ওই পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে আপত্তি আছে কন্তের। একই সঙ্গে দলের প্রতি খেলোয়াড়দের নিবেদন নিয়েও প্রশ্ন তুললেন এই ইতালিয়ান কোচ, যার মৌসুম শেষে কিংবা তার আগেই ছাঁটাই হওয়ার শঙ্কা আছে।

"আমার মতে, ওটা পেনাল্টি ছিল না। তবে সবচেয়ে খারাপ দিক হলো মাঠে যা ঘটছিল। গত কয়েক মাস ধরে যা ঘটছে। এখানে আমার দ্বিতীয় মৌসুমে যা ঘটছে।”

“আমি মনে করি, কথা বলার সঠিক সময় এটিই। দলের এই পারফরম্যান্স আমার কাছে অগ্রহণযোগ্য। আমরা ৩-১ গোলে এগিয়ে ছিলাম, ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে ছিল, এরপর আমরা দুটি গোল হজম করলাম। আমরা দল হয়ে খেলছি না, আমরা এমন একটি দল যেখানে সবাই নিজেকে নিয়ে ভাবছে। আমি স্বার্থপর খেলোয়াড়দের দেখতে পাচ্ছি, এমন খেলোয়াড় যারা একে অপরকে সাহায্য করতে চায় না।”

এবারের লিগ কাপে শুরুতেই ছিটকে পড়া টটেনহ্যাম এ মাসের শুরুতে এফএ কাপ থেকেও বিদায় নেয়। এরপর এসি মিলানের বিপক্ষে হেরে চ্যাম্পিয়ন্স লিগে শেষ হয় তাদের পথচলা।

প্রিমিয়ার লিগে আপাতত তারা ২৮ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থাকলেও শীর্ষ চারে থেকে মৌসুম শেষ করতে কঠিন চ্যালেঞ্জ সামলাতে হবে দলটিকে। তাদের চেয়ে ২ পয়েন্ট কম নিয়ে পাঁচ নম্বরে আছে নিউক্যাসল ইউনাইটেড, যারা কম খেলেছে দুটি ম্যাচ।