রেয়াল মাদ্রিদের অভিযোগকে অন্যায্য বলেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) টেকনিক্যাল কমিটি।
Published : 20 Mar 2024, 03:22 PM
রেয়াল মাদ্রিদের তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়রকে উদ্দেশ্য করে সমর্থকদের বর্ণবাদী আচরণের অভিযোগ উড়িয়ে দিয়েছে ওসাসুনা। উল্টো অভিযোগ তুলেছে, বর্ণবাদবিরোধী অবস্থানের জন্য তাদের যে সুনাম রয়েছে, সেটাকে ক্ষুণ্ণ করা হচ্ছে।
রেয়াল মাদ্রিদের দাবি, লা লিগায় গত শনিবারের ম্যাচে ওসাসুনার মাঠে বর্ণবাদী আচরণের শিকার হন ভিনিসিউস। ৪-২ ব্যবধানের জয়ে জোড়া গোল করা এই ফরোয়ার্ডের ভোগান্তি নিয়ে নিজের প্রতিবেদনে কিছুই উল্লেখ করেননি রেফারি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) শৃঙ্খলা কমিটির কাছে রেফারির বিরুদ্ধে অভিযোগও করে রেয়াল।
বিষয়টি গণমাধ্যমে আসার পর মঙ্গলবার নিজেদের অবস্থান পরিষ্কার করে ওসাসুনা। তাদের মাঠে ভিনিসিউসের বৈষম্যমূলক আচরণের শিকার হওয়ার বিষয়টি পুরোপুরি অস্বীকার করে ক্লাবটি।
“রেয়াল মাদ্রিদের সংবাদ বিজ্ঞপ্তির পর গণমাধ্যমে প্রকাশিত তথ্যের প্রেক্ষিতে, যেখানে উল্লেখ করা হয়েছে এল সাদারে বর্ণবাদী আচরণ করা হয়েছে, ওসাসুনা স্পষ্ট করে বলতে চায় যে, শনিবারের ম্যাচ চলাকালীন কোনো বর্ণবাদী স্লোগান দেওয়া হয়নি।”
“ওসাসুনার সমর্থক, যারা এই ক্লাবের ইতিহাস জুড়ে তাদের বর্ণবাদবিরোধী অবস্থানের জন্য পরিচিত; তাদের সুনাম ক্ষুণ্ণ হওয়া ক্লাব সহ্য করবে না।”
ওসাসুনা অবশ্য স্বীকার করেছে, অল্প কয়েকজন সমর্থক রেয়াল মাদ্রিদের খেলোয়াড়দের উদ্দেশ্য করে বাজে মন্তব্য করেছিল। তবে সেটা বর্ণবাদী আচরণ ছিল না বলে দাবি করছে তারা। স্প্যানিশ দলটির মতে, অন্য ক্লাবের মাঠে খেলতে গেলে তাদের খেলোয়াড়দেরও এমন আচরণের শিকার হতে হয়।
ওই ম্যাচের রেফারি হুয়ান মার্তিনেস মুনুয়েরার পাশে দাঁড়িয়েছে আরএফইএফ-এর টেকনিক্যাল কমিটি। তাদের মতে, রেফারির বিরুদ্ধে রেয়ালের আনিত অভিযোগটি অন্যায্য।
“আমাদের স্পষ্ট করতে হবে যে, ম্যাচের অডিও পর্যালোচনার পর রেয়াল মাদ্রিদের কোনো খেলোয়াড়ের কাছ থেকে এ বিষয়ে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি এবং ম্যাচ শেষে ক্লাবের প্রতিনিধিরা রেফারিকে এসব আওয়াজ বা স্লোগান নিয়ে অবহিত করেননি।”
কমিটি আরও বলেছে যে, যেগুলো গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে রেফারি তার প্রতিবেদনে সেই ঘটনাগুলি উল্লেখ করেছেন।