র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থেকেই বিশ্বকাপে যাচ্ছে যুক্তরাষ্ট্র

নারী ফুটবলে ছয় বছর ধরে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে রেকর্ড চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 June 2023, 11:42 AM
Updated : 9 June 2023, 11:42 AM

মেয়েদের বিশ্বকাপ শুরুর আগে সবশেষ প্রকাশিত ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে নেই কোনো পরিবর্তন। যথারীতি সবার ওপরে আছে রেকর্ড চারবারের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র।

২০১৭ সালের জুন থেকে র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। তাদের পরের চারটি স্থানে আছে যথাক্রমে জার্মানি, সুইডেন, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপাধারী ইংল্যান্ড ও ফ্রান্স।

র‌্যাঙ্কিংয়ে শীর্ষ ১০-এ অবস্থানের অদলবদল হয়েছে চারটি দলের। স্পেন (ষষ্ঠ) ও ব্রাজিলের (অষ্টম) উন্নতি হয়েছে, নেমে গেছে কানাডা (সপ্তম) ও নেদারল্যান্ডস (নবম)।

এবারের বিশ্বকাপের দুই আয়োজক দেশ অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ড। র‌্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়া আছে ১০ নম্বরে আর  নিউ জিল্যান্ড ২৬তম।

মেয়েদের বিশ্বকাপের নবম আসর আগামী ২০ জুলাই শুরু হয়ে চলবে ২০ অগাস্ট পর্যন্ত।