সাফ শুরুর আগে বাংলাদেশকে জয় এনে দেওয়া মিডফিল্ডার জনি এখন আগ্রহের কেন্দ্রে।
Published : 15 Jun 2023, 09:18 PM
গত মার্চে সিশেলসের বিপক্ষে আন্তর্জাতিক অভিষেক। সিরিজের দুই ম্যাচেই খেলেছিলেন, কিন্তু উঠে আসতে পারেননি পাদপ্রদীপের আলোয়। মজিবুর রহমান জনি শিরোনামে এলেন কম্বোডিয়ার বিপক্ষের প্রীতি ম্যাচে বাংলাদেশকে জিতিয়ে।
নম পেনে জাতীয় অলিম্পিক স্টেডিয়ামে বৃহস্পতিবার প্রীতি ম্যাচে স্বাগতিকদেরকে ১-০ গোলে হারায় বাংলাদেশ। ২৫তম মিনিটে জনির করা গোলটিই শেষ পর্যন্ত গড়ে দেয় ম্যাচের ভাগ্য।
গোলটি আসে খেলার ধারার বিপরীতে। ডান দিক থেকে ফয়সাল আহমেদ ফাহিমের ক্রসে বল বাতাসে ভেসে থাকা অবস্থায় ভলিতে জাল খুঁজে নেন জনি।
সিশেলসের বিপক্ষে ওই সিরিজের সময় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম’কে দেওয়া সাক্ষাৎকারে জনি জানিয়েছিলেন তার একান্ত চাওয়া, ‘আমি চাই এলিটা কিংসলের মতো আমাকে নিয়েও মাতামাতি হোক।‘ সাফ শুরুর আগে বাংলাদেশকে জয় এনে দেওয়া এই তরুণ মিডফিল্ডার এখন আগ্রহের কেন্দ্রে।
লাল-সবুজ জার্সিতে প্রথম গোল পাওয়ার আনন্দে অবশ্য ভেসে যেতে চান না জনি। বাফুফের পাঠানো ভিডিও বার্তায় ১৮ বছর বয়সী এই খেলোয়াড় জানালেন বড় স্বপ্ন দেখছেন সাফ চ্যাম্পিয়নশিপ ঘিরে।
“এই প্রথম আন্তর্জাতিক ম্যাচে গোল করেছি, আমি অনেক খুশি। কোচের পরিকল্পনা ছিল আমাকে নিয়ে, সেটা পূরণ করতে পেরেছি। খুবই খুশি।”
“অবশ্যই সাফে ভালো কিছু করব। এটা আমার প্রথম আন্তর্জাতিক গোল, আমি চাই সাফে গোল করব, অ্যাসিস্ট করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সাফে গিয়ে আমি যেন গোল করতে পারি, আমরা যেন ভালো করতে পারি।”
আগামী ২১ জুন ভারতের বেঙ্গালুরুতে শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ। দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতায় এবার বাংলাদেশের সঙ্গে ‘বি’ গ্রুপে আছে লেবানন, মালদ্বীপ ও ভূটান।
২০০৩ সালের পর সাফের মুকুট ফিরে পাওয়ার লড়াই বাংলাদেশ শুরু করবে ২২ জুন, লেবাননের বিপক্ষে ম্যাচ দিয়ে। নম পেনে স্থানীয় দল টিফফি আর্মি ও স্বাগতিক কম্বোডিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের জয় সাফে কাজে লাগবে বলেও বিশ্বাস জনির।
“আমি মনে করি, সাফের আগে এমন একটা প্রস্তুতি ম্যাচ খেলেছি, যেটা আমার এবং দলের জন্য অনেক ভালো। আমরা সাফে গিয়ে ভালো ফল করব ইনশাল্লাহ।”