মাঠের রেফারিদের ম্যাচে আর কোনো নিয়ন্ত্রণ নেই বলে মত এনজ পোস্টেকোগ্লুর।
Published : 07 Nov 2023, 05:08 PM
মৌসুমের শুরু থেকেই রেফারিং ও ভিএআর নিয়ে ক্ষোভ প্রকাশ করে আসছে ক্লাবগুলো। চেলসি ও টটেনহ্যাম হটস্পার ম্যাচের পর এতে নতুন মাত্রা যোগ হয়েছে। ভিএআরে ঘটনা যাচাইয়ের জন্য মোট ৯ বার খেলায় বিরতি দেওয়া হয়। প্রায় প্রতিটি সিদ্ধান্তের জন্য প্রযুক্তির ওপর মাত্রাতিরিক্ত এই নির্ভরতায় বিরক্ত টটেনহ্যাম কোচ এনজ পোস্টেকোগ্লু। তার মতে, এতে ম্যাচে রেফারিদের কর্তৃত্ব কমে যাচ্ছে।
প্রিমিয়ার লিগে সোমবারের ম্যাচে শুরুতেই লিড নেয় টটেনহ্যাম। বিরতির আগে সমতা টানে চেলসি। কিন্তু বিরতির আগে-পরে মিলিয়ে ২২ মিনিটের মধ্যে দুটি লাল কার্ড দেখার পর খেই হারায় পোস্টেকোগ্লুর দল। শেষ দিকে নিকোলাস জ্যাকসনের হ্যাটট্রিকে চেলসি জেতে ৪-১ গোলে।
ম্যাচে দুই দল মিলিয়ে আরও পাঁচবার জালে বল পাঠায়, কিন্তু ভিএআরে সেগুলো বাতিল হয়ে যায়। ম্যাচের যোগ করা সময়ের খেলা হয় দীর্ঘ ২১ মিনিট ধরে! সব মিলিয়ে লড়াইয়ে রেফারিং যেমন হয়েছে এবং অনেকগুলো সিদ্ধান্ত যেভাবে ভিএআরে সময় নিয়ে দেখা হয়েছে, তা একদমই ভালো লাগেনি পোস্টেকোগ্লুর। ম্যাচের পর অস্ট্রেলিয়ান এই কোচ ক্ষোভ উগড়ে দেন ভিএআরের জন্য সময়ক্ষেপণ নিয়ে।
“আমি এটি (এত বেশি ভিএআর ব্যবহার) পছন্দ করি না। ম্যাচের মাঝে আমি এভাবে অলস দাঁড়িয়ে থাকতে পছন্দ করি না। একটা সিদ্ধান্তের অপেক্ষায় আমি পুরো থিয়েটারের (জায়ান্ট স্ক্রিন) সামনে অপেক্ষা করতে পছন্দ করি না।”
“কিছু সিদ্ধান্ত আমার পক্ষেও গেছে, কিন্তু আমি শুধু চাই ম্যাচটা চলমান থাকুক। তবে আমরা যখন প্রতি সপ্তাহে সিদ্ধান্তগুলো নিয়ে অভিযোগ করছি, তার মানে এটা এভাবেই চলতে থাকবে। লোকেরা নিজেরা সন্তুষ্ট হওয়ার জন্য ফরেনসিকভাবে সবকিছু যাচাই-বাছাই করবে, এটা ঠিক আছে, তবে এরপরও আমরা খুশি নই।”
অতিরিক্ত ভিএআরের ব্যবহারে রেফারিদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন পোস্টেকোগ্লু।
“তাহলে এর মানে কী দাঁড়াল? এর অর্থ হলো, সামনেও আমাদের এভাবে ম্যাচ চলাকালীন অলসভাবে অপেক্ষা করতে হবে। আমি মনে করি, এতে ম্যাচে রেফারির কতৃত্ব কমে যাচ্ছে। (এখন) আপনি বলতে পারেন না যে, রেফারিদের হাতে ম্যাচের নিয়ন্ত্রণে থাকে। তা থাকে না। নিয়ন্ত্রণ বাইরে থাকে। কিন্তু খেলাটা এভাবেই চলছে এবং সেটা মেনে নিতে হবে। শুধু চেষ্টা করতে হবে এবং এসবের সঙ্গে মানিয়ে নিতে হবে।”
সাম্প্রতিক সময়ে লিগের রেফারিং নিয়ে আপত্তি জানিয়েছে লিভারপুল ও আর্সেনালও। আর্সেনালের কোচ মিকেল আর্তেতা তো বলেই দিয়েছেন, ইংল্যান্ডের শীর্ষ লিগে এই মানের রেফারিং গ্রহণযোগ্য নয় এবং এটা বিব্রতকর।