‘বিশ্বের সবচেয়ে নির্ণায়ক খেলোয়াড় ভিনিসিউস’

যার জাদুকরী পারফরম্যান্সে রিয়াল মাদ্রিদের প্রত্যাবর্তনের গল্প লেখার শুরু, সেই ভিনিসিউস জুনিয়রকে প্রশংসায় ভাসালেন কার্লো আনচেলত্তি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Feb 2023, 10:21 AM
Updated : 22 Feb 2023, 10:21 AM

শুরুটা রীতিমতো ভয়ঙ্কর। দুই গোল হজম করে কোণঠাসা রিয়াল মাদ্রিদ। এরপরই আলো ছড়ানোর শুরু ভিনিসিউস জুনিয়রের। একের পর এক গতিময় আক্রমণে প্রতিপক্ষের রক্ষণ ছিন্নভিন্ন করার মাঝে তিনি করলেন জোড়া গোল। দারুণ জয়ের পর তাই কোচ কার্লো আনচেলত্তি প্রশংসায় ভাসালেন যার নৈপুণ্যে প্রত্যাবর্তনের গল্প লেখার শুরু, সেই ভিনিসিউসকে।

লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে ৫-২ গোলে জিতেছে রিয়াল। দলের জয়ে ভিনিসিউসের মতো জোড়া গোল করেন করিম বেনজেমা, এক গোল এদের মিলিতাওয়ের।

রিয়ালের শেষের গল্পটা যতটা রোমাঞ্চকর, শুরুটা ছিল ততই হতাশার। দারউইন নুনেসের চোখ ধাঁধানো সাইড ‍ফুটেড শটে চতুর্থ মিনিটে পিছিয়ে পড়ে রিয়াল। ১০ মিনিট পর মিশরের ফরোয়ার্ড মোহামেদ সালাহর গোলে ম্যাচে লাগাম মুঠোয় নেয় লিভারপুল।

হতভম্ব রিয়ালের হুশ ফেরে ২১তম মিনিটে; কোনাকুনি শটে ব্যবধান কমান ভিনিসিউস। ৩৬তম মিনিটে লিভারপুল গোলরক্ষক আলিসনের শটে বল ভিনিসিউসের পায়ে লেগে জালে জড়ালে ম্যাচে ফিরে সমতা।

ভিনিসিউসের দেখানো ওই পথ ধরে লিভারপুলের জালে দ্বিতীয়ার্ধে গোল উৎসব করেন মিলিতাও, বেনজেমা। দুর্দান্ত জয় তুলে নেওয়ার পর ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের স্তুতিতে মাতলেন আনচেলত্তি।

“এ মুহূর্তে আমি মনে করি, সে (ভিনিসিউস) বিশ্বের সবচেয়ে নির্ণায়ক খেলোয়াড়।”

“মাঠে সে ড্রিবল করে প্রতিপক্ষকে পেছনে ফেলে এগিয়ে যায়, গোলে সহায়তা করে, গোল করে, এবং এর সবকিছু সে করতে থাকে পুরোটা সময় জুড়ে। কখনোই সে থামে না।”

আগামী ১৫ মার্চ রিয়ালের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে হবে ফিরতি লেগের ম্যাচটি।