Published : 30 Aug 2023, 11:36 AM
গত মৌসুমে আর্লিং হলান্ডের যা পারফরম্যান্স, তাতে প্রাপ্তিটি অবধারিতই ছিল। অপেক্ষা ছিল কেবল আনুষ্ঠানিকতার। সেটিও হয়ে গেল। প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশন-এর (পিএফএ) বর্ষসেরা ফুটবলারের খেতাব অনুমিতভাবেই পেলেন ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার।
গত মে মাসে প্রিমিয়ার লিগের মৌসুম-সেরা ফুটবলার ও ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশন-এর সেরা ফুটবলারের স্বীকৃতিও পেয়েছিলেন হলান্ড। ২৩ বছর বয়সী তারকা এবার জিতলেন ফুটবলারের ভোটে সেরা ফুটবলারের পুরস্কার।
গত মৌসুমে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েই অসাধারণ পারফরম্যান্সে তাক লাগিয়ে দেন হলান্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি ৫৩ ম্যাচে করেন ৫২ গোল। সিটির স্মরণীয় ‘ট্রেবল’ জয়ে তার ছিল বড় অবদান।
ফুটবলারদের ভোটে সেরা হওয়ার পথে হলান্ড পেছনে ফেলেছেন সতীর্থ কেভিন ডে ব্রুইনে ও জন স্টোনস, আর্সেনালের মার্টিন ওডেগোর, বুকায়ো সাকা ও টটেনহ্যাম হটস্পারের হ্যারি কেইনকে (এখন তিনি বায়ার্ন মিউনিখে)।
সাকা অবশ্য একটি স্বীকৃতি পেয়েছেন। টানা চারবার মনোনয়ন পাওয়ার পর অবশেষে পিএফএ বর্ষসেরা তরুণ ফুটবলারের পুরস্কার জিতেছেন ২১ বছর বয়সী এই ফরোয়ার্ড।
মেয়েদের ফুটবলে পিএফএ বর্ষসেরা ফুটবলার হয়েছেন র্যাচেল ডেলি। উইমেন’স সুপার লিগে ২২ গোল করেছেন অ্যাস্টন ভিলার এই স্ট্রাইকার। বর্ষসেরা তরুণ নারী ফুটবলার চেলসির লরেন জেমস।