রেফারিকে বার্সার অর্থ দেওয়ার খবরে বিচলিত নন শাভি

বিষয়টি নিয়ে নিজেরা মজা করেছেন বলে জানিয়েছেন বার্সেলোনা কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Feb 2023, 08:16 AM
Updated : 19 Feb 2023, 08:16 AM

স্পেনের রেফারি কমিটির সাবেক ভাইস-প্রেসিডেন্টকে ‘বেআইনিভাবে’ বার্সেলোনার অর্থ দেওয়ার খবরে দেশটির ফুটবলে শুরু হয়েছে তোলপাড়। তাই এই ঘটনার আঁচ স্কোয়াডের ওপর পড়াটা অস্বাভাবিক নয়। শাভি এরনান্দেস অবশ্য সে সম্ভাবনা উড়িয়ে দিলেন।

কাতালান ক্লাবটির কোচ বললেন, বিষয়টি নিয়ে কোনো আলোচনাই হচ্ছে না তাদের মধ্যে।

১৯৯৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত স্পেনের রেফারিদের টেকনিক্যাল কমিটির ভাইস প্রেসিডেন্ট ছিলেন হোসে মারিয়া এনরিকেস নেগরেইরা। স্প্যানিশ রেডিও কাদেনা সের-এর এক অনুষ্ঠানে গত বুধবার দাবি করা হয়, ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে নেগরেইরার কোম্পানি ‘ডিএএসএনআইএল নাইন্টি ফাইভ’-কে বার্সেলোনা ১৪ লাখ ইউরো দিয়েছে।

স্পেনের প্রসিকিউটর অফিস ঘটনাটি জানতে পেরেছে। কোম্পানিটির কর নিরীক্ষণের পর শুরু হয়েছে তদন্ত। নেগরেইরা ও তার ছেলে এরই মধ্যে প্রসিকিউটর অফিসে সাক্ষ্য দিয়েছেন। স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) গত বৃহস্পতিবার জানায় যে, বার্সেলোনার কাছে তারা এর ব্যাখা চাইবে।

ক্লাবের অংশ হয়ে মাঠের বাইরের এসব ঘটনা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন থাকাটা প্রায় অসম্ভবই বার্সেলোনা স্কোয়াডের জন্য। তবে শাভির দাবি, তারা কেবল নিজেদের কাজ নিয়েই মনোযোগী।

লা লিগায় রোববার কাদিসের বিপক্ষে খেলবে বার্সেলোনা। এই ম্যাচের আগে শাভির সংবাদ সম্মেলনে ঘুরেফিরে আসল তার ক্লাবের নেগরেইরাকে অর্থ দেওয়ার বিতর্কিত বিষয়টি।

বিশ্বকাপ জয়ী এই মিডফিল্ডার বললেন, তারা কেবল আসছে ম্যাচের প্রতিপক্ষকে নিয়েই ভাবছেন। 

“আমরা প্রতিপক্ষের ভিডিও দেখছি এবং তাদের নিয়ে কাজ করছি। আমরা কেবল কাদিস এবং কাদিসের ওপরই মনোযোগ দিচ্ছি।”

“(বিতর্কিত) খবরটি আমরা আমাদের সাধ্যমতো স্বাভাবিকভাবে নেওয়ার চেষ্টা করেছি, এমনকি তা নিয়ে রসিকতাও করেছি। আর কিছুই নয়। আমাদের বিষয়টি সামলাতে হয়নি, আমরা এমনকি এ বিষয়ে আলোচনাও করিনি।”

২১ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে লা লিগায় শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ৪৮ পয়েন্টে দুইয়ে শিরোপাধারী রিয়াল মাদ্রিদ।