মাঠে নিজেদের শতভাগ উজাড় করে দেওয়ার প্রত্যয় জানালেন লাইপজিগ কোচ মার্কো রোসা।
Published : 12 Feb 2024, 07:23 PM
সময়টা ভালো যাচ্ছে না লাইপজিগের। বুন্ডেসলিগায় সবশেষ ছয় ম্যাচের মধ্যে তারা জিততে পেরেছে কেবল একটি। চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের প্রথম ধাপে এবার তাদের সামনে ছন্দে থাকা রেয়াল মাদ্রিদ। তবে ভড়কে যাচ্ছেন না জার্মান দলটির কোচ মার্কো রোসা। মাঠে নিজেদের শতভাগ উজাড় করে দেওয়ার প্রত্যয় জানিয়েছেন তিনি।
শেষ ষোলোর প্রথম লেগে মঙ্গলবার নিজেদের মাঠে রেকর্ড ১৪ বারের ইউরোপ চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে লাইপজিগ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।
গত মৌসুমে প্রতিযোগিতাটির গ্রুপ পর্বে দেখা হয়েছিল দল দুটির। সান্তিয়াগো বের্নাবেউয়ে ২-০ গোলে হারলেও নিজেদের মাঠে রেয়ালকে ৩-২ ব্যবধানে হারিয়েছিল লাইপজিগ।
সম্প্রতি ছন্দে নেই দলটি। বুন্ডেসলিগায় তারা পাঁচ নম্বরে আছে শীর্ষে থাকা দলের চেয়ে ১৮ পয়েন্টে পিছিয়ে। রেয়াল সেখানে লা লিগার শীর্ষে আছে দুই নম্বর দলের চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে। সেই দুই নম্বর দল জিরোনাকে গত শনিবার ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে কার্লো আনচেলত্তির দল।
রোসা সোমবার সংবাদ সম্মেলনে বললেন, প্রতিপক্ষের প্রতি যথেষ্ট শ্রদ্ধা আছে তার। তবে সুযোগ কাজে লাগাতে মুখিয়ে আছেন তিনি।
“আমরা কোনো কিছুতেই ভয় পাই না। আমাদের স্টেডিয়ামে মাদ্রিদের বিপক্ষে খেলতে পেরে আমরা খুশি। আমরা মাঠে আমাদের সবকিছু দিতে যাচ্ছি এবং সুযোগ কাজে লাগাতে যাচ্ছি। প্রথম লেগে আমরা ভালো ফল পেতে চাই, বল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই, দখলে রাখতে চাই। আমরা কাউকে ভয় করি না।”
জিরোনার বিপক্ষে ম্যাচজুড়ে দারুণ খেলে ম্যাচের সেরা হন ভিনিসিউস জুনিয়র। শুরুতে দুর্দান্ত এক গোলে দলকে এগিয়ে নেওয়ার পর দুটি অ্যাসিস্ট করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তাকে বর্তমান বিশ্বের সেরা ফুটবলার হিসেবে দেখেন কোচ আনচেলত্তি।
রোসাও ভিনিসিউসের মান সম্পর্কে ভালো করেই জানেন। তবে শুধু একজনকে নিয়ে না ভেবে প্রতিপক্ষের সবার দিকেই মনোযোগ রাখতে চান তিনি।
“সে গোল করতে চায় এবং গোল করে… ডিফেন্ডারদের জন্য তাকে আটকানো খুব কঠিন। তবে আমাদের শুধু একজনের দিকে মনোযোগ দেওয়া উচিত হবে না। হোসেলু যদি খেলে এবং তাদের অন্যান্য খেলোয়াড় আছে, যারা গোল করতে পারে।”
“আমরা রেয়াল মাদ্রিদের কথা বলছি, যারা এই মুহূর্তে ইউরোপের শক্তিশালী দলগুলোর একটি। আমরা তাদের মোকাবেলা করতে চাই, বল দখলে রাখতে এবং সুযোগ তৈরি করতে চাই। যা আমাদের দরকার।”