১০৭ অ্যাথলেট নিয়ে স্পেশাল অলিম্পিকস ওয়ার্ল্ড সামার গেমসে যাচ্ছে বাংলাদেশ

আগামী ২৫ জুন জার্মানির বার্লিনে শুরু হবে এই প্রতিযোগিতা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 June 2023, 02:20 PM
Updated : 6 June 2023, 02:20 PM

গতবারের সাফল্য ছাপিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে স্পেশাল অলিম্পিকস ওয়ার্ল্ড সামার গেমসে যাচ্ছে বাংলাদেশ। ১০৭ খেলোয়াড় এবং কর্মকর্তা মিলিয়ে ১১২ জনকে নিয়ে গড়া হয়েছে দল।

আগামী ১৭ জুন জার্মানির বার্লিনে গড়াবে এই প্রতিযোগিতা। এ আসরে অংশ নেওয়ার জন্য ১২ জুন বার্লিনের উদ্দেশে রওনা দেবে দল।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে (বিওএ) মঙ্গলবার সংবাদ সম্মেলনে স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের চেয়ারম্যান শামীম মতিন চৌধুরী জানান গতবারের চেয়ে বেশি পদক নিয়ে ফেরার লক্ষ্য তাদের।

এবারের আসরের ৯টি ইভেন্টে অংশ নিবে বাংলাদেশের অ্যাথলেটরা। আটটি ইভেন্টে নারী ও পুরুষ দলের বিশেষ চাহিদা সম্পন্ন অ্যাথলেট অংশ নিবে। ফুটবল ইভেন্টে অংশ নেবে শুধু মেয়েরা।

গত আসরে ২২টি সোনা, ১০টি ‍রুপা ও ছয়টি ব্রোঞ্জ পদক জিতেছিল বাংলাদেশ। এবার বাংলাদেশসহ, বিশ্বের ১৭০টি দেশের অ্যাথলেটরা অংশ নিবেন।