২৬ সদস্যের স্কোয়াডে কোনো চমক রাখেননি রবের্তো মার্তিনেস।
জানুয়ারির দলবদলে ব্যস্ত সময় পার করা চেলসি নতুন আরেকজন খেলোয়াড়কে চু্ক্তিভুক্ত করেছে। ফ্রান্সের ক্লাব লিওঁ থেকে ডিফেন্ডার মালো গাস্তুকে কিনেছে ইংলিশ ক্লাবটি।
এক বিবৃতিতে রোববার চেলসি জানায়, তাদের সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত চুক্তি করেছেন গাস্তু। চলতি মৌসুমের বাকি সময়টা অবশ্য বর্তমান ক্লাব লিওঁর হয়ে খেলা চালিয়ে যাবেন এই ফরাসি।
বিবিসির খবর অনুযায়ী, ১৯ বছর বয়সী ফুটবলারকে দলে টানতে তিন কোটি ৫০ লাখ ইউরো গুনেছে চেলসি।
লিওঁর একাডেমি থেকে উঠে আসা গাস্তুর সিনিয়র দলে অভিষেক হয় ২০২১ সালে। এই মৌসুমে লিগ ওয়ানের ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫টি ম্যাচ খেলেছেন তিনি।
এই নিয়ে জানুয়ারিতে মোট সাত জন খেলোয়াড় দলে টানল চেলসি।
প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে দশম স্থানে আছে গ্রাহাম পটারের দল।