তৃতীয় রাউন্ডে তিনি সরাসরি সেটে হারিয়েছেন র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকা আনাস্তাসিয়া পোতাপোভাকে।
Published : 09 Jul 2023, 08:14 PM
উইম্বলডনে মিরা আন্দ্রেভার স্বপ্নময় পথচলা আরও লম্বা হলো। র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকা স্বদেশি আনাস্তাসিয়া পোতাপোভাকে সরাসরি সেটে হারিয়ে শেষ ষোলোয় পৌঁছে গেলেন ১৬ বছর বয়সী এই রুশ খেলোয়াড়।
বাছাই পেরিয়ে আসা আন্দ্রেভা রোববার ২২তম বাছাই ২২ বছর বয়সী পোতাপোভাকে হারিয়ে দেন ৬-২, ৭-৫ গেমে।
টুর্নামেন্টে আন্দ্রেভার ষষ্ঠ ম্যাচ ছিল এটি। তবে কোনোরকম ক্লান্তির ছাপ দেখা যায়নি র্যাঙ্কিংয়ে ১০২ নম্বরে থাকা এই টিনএজারের মাঝে।
এবারই প্রথম গ্রাস কোর্টের এই টুর্নামেন্টে খেলছেন আন্দ্রেভা। গত মাসে তার প্রথম গ্র্যান্ড স্ল্যাম প্রতিযোগিতা ফরাসি ওপেনে পৌঁছেছিলেন তৃতীয় রাউন্ডে। এবার এগিয়ে গেলেন আরেক ধাপ।
কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে যুক্তরাষ্ট্রের ২৫তম বাছাই ম্যাডিসন কিসের বিপক্ষে খেলবেন তিনি।