ইউনাইটেডে ‘চুক্তির মেয়াদ বাড়িয়েছেন’ র‍্যাশফোর্ড-দালোত-শ-ফ্রেদ

চুক্তির বিষয়ে গোলরক্ষক দাভিদ দে হেয়ার সঙ্গে ক্লাবের এখনও আলোচনা চলছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Dec 2022, 02:38 PM
Updated : 21 Dec 2022, 02:38 PM

আগামী মৌসুমের শেষ পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডে থাকবেন ডিফেন্ডার দিয়োগো দালোত, লুক শ, মিডফিল্ডার ফ্রেদ ও ফরোয়ার্ড মার্কাস র‍্যাশফোর্ড। বিবিসির খবর, চার জনের সঙ্গেই এক বছর চুক্তির মেয়াদ বাড়িয়েছে ইংলিশ ক্লাবটি।

এই চার জন আগামী জুনে ওল্ড ট্র্যাফোর্ড ছেড়ে যেতে পারতেন। গত সপ্তাহে কোচ এরিক টেন হাগ বলেছিলেন, চার জনের চুক্তির ব্যাপারে কাজ করছে ক্লাব কর্তৃপক্ষ।

বিবিসির বুধবারের প্রতিবেদনে বলা হয়, চুক্তির বিষয়ে দাভিদ দে হেয়ার সঙ্গে ক্লাবের এখনও আলোচনা চলছে। এই মৌসুমের শেষ পর্যন্ত ইউনাইটেডের সঙ্গে চুক্তির মেয়াদ আছে ৩২ বছর বয়সী স্প্যানিশ গোলরক্ষকের।

টেন হাগের কোচিংয়ে দারুণ খেলছেন ২৫ বছর বয়সী র‍্যাশফোর্ড। কাতার বিশ্বকাপে পাঁচ ম্যাচে ৩ গোল করে যৌথভাবে ইংল্যান্ডের সর্বোচ্চ স্কোরার ছিলেন তিনি। কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নেয় ইংলিশরা।

কাঁধের অস্ত্রোপচারের কারণে গত মৌসুমে বেশ ভুগতে হয়েছিল র‍্যাশফোর্ডকে। প্রিমিয়ার লিগে ২৫ ম্যাচে গোল করেছিলেন কেবল ৪টি। তবে এই মৌসুমে এখনও পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবের হয়ে ১৯ ম্যাচে তার গোল ৮টি।