শেষ দিকে গোল হজম করে ফেডারেশন কাপের কোয়ার্টার-ফাইনাল থেকে ছিটকে গেল শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।
Published : 11 Apr 2023, 05:42 PM
প্রচণ্ড তাপদাহের মধ্যে দুই অর্ধেই দেওয়া হলো কুলিং ব্রেক। তবে তাপমাত্রার প্রভাব খেলায় পড়ল খুব কমই। দুই দলই আক্রমণ, পাল্টা আক্রমণে জমিয়ে তুলল লড়াই। রাফায়েল আগুস্তোর শেষ দিকের গোলে জয়ের হাসি হাসল আবাহনী লিমিটেড।
গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ফেডারেশন কাপের দ্বিতীয় কোয়ার্টার-ফাইনালে ১-০ গোলে জিতেছে প্রতিযোগিতার শিরোপাধারীরা। ৮১তম মিনিটে জয়সূচক গোলটি করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফায়েল।
ফেডারেশন কাপে তিনটি শিরোপার সবশেষটি শেখ জামাল ধানমণ্ডি ক্লাব জিতেছিল ২০১৫ সালে। প্রতিযোগিতার মুকুট ফিরে পাওয়ার অপেক্ষা তাদের দীর্ঘায়িত হলো আরও।
গোলশূন্য প্রথমার্ধ
এর আগের পাঁচবারের মুখোমুখি লড়াইয়ে আবাহনীর বিপক্ষে জয় ছিল না শেখ জামালের। বরং এর মধ্যে দুই ম্যাচে ৬-০, ৫-০ গোলে হারের তিক্ত অভিজ্ঞতাও ছিল সঙ্গী। ৬-০ ব্যবধানের হারটি ছিল ফেডারেশন কাপের গত আসরে।
তবে মঙ্গলবার আবাহনীর চোখে চোখ রেখে লড়ছিল শেখ জামাল।
পঞ্চদশ মিনিটে শেখ জামালের ডিফেন্ডার রায়হান হাসানের লম্বা থ্রোয়ে নদিরবেগ মাভলোনোভ হেড করার পর দুরের পোস্টে থাকা স্টুয়ার্ট কর্নেলিয়াস মাথা ছোঁয়াতে পারেননি। একটু পর ডান দিক দিয়ে বক্সে ঢুকে পড়া স্টুয়ার্টের শট আটকান আলমগীর।
২৪তম মিনিটে ভালো সুযোগ পায় আবাহনী। দেনিয়েল কলিনদ্রেস সোলেরা এক ডিফেন্ডারকে কাটিয়ে বল বাড়িয়েছিলেন গোলমুখে, সেখানে ভালো অবস্থানেও ছিলেন পিটার এনওরাহ, কিন্তু দরকারি টোকা দিতে পারেননি এই নাইজেরিয়ান।
৩৩তম মিনিটে বক্সের ঠিক উপর থেকে নদিরবেগের শট ফিস্ট করে আটকান শহীদুল আলম সোহেল।
দ্বিতীয়ার্ধেও সেই একই দৃশ্য
সুযোগ নষ্টের মিছিল পিছু ছাড়ছিল না দুই দলের। ৫৮তম মিনিটে কলিনদ্রেসের কর্নারে রাফায়েল অগাস্তোর হেড লক্ষ্যভ্রষ্ট হলে হতাশা বাড়ে আবাহনীর। চার মিনিট পর ওতাবেকের ক্রসে নদিরবেগের ডাইভিং হেড সরাসরি যায় শহীদুলের কাছে। হেডের গতিপথ একটু এদিক-ওদিক হলে গোল পেতে পারত শেখ জামাল।
৬৮তম এলিটা কিংসলে ও এনওরাহ কেউ পারেননি টোকা দিতে। পরের পাল্টা আক্রমণ থেকে পাওয়া সুযোগ উড়িয়ে মারেন স্টুয়ার্ট।
ডেডলক খুললেন রাফায়েল
অবশেষে গোলের দেখা মেলে ৮১তম মিনিটে। কলিনদ্রেসের কর্নারে কাছের পোস্টে অরক্ষিত রাফায়েলের হেড জালে জড়ায়। যেন হতবাক হয়ে যান শেখ জামাল গোলরক্ষক নাঈম শেখ। আসরে এটিই রাফায়েলের প্রথম গোল।
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে বক্সে হ্যান্ডবলের জোরাল দাবি তোলে শেখ জামালের খেলোয়াড়েরা। সাড়া মেলেনি রেফারির।
আরেক কোয়ার্টার-ফাইনালে শেখ রাসেল ক্রীড়া চক্র ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির মধ্যকার জয়ী দলের বিপক্ষে শেষ চারে মুখোমুখি হবে প্রতিযোগিতার রেকর্ড ১২ বারের চ্যাম্পিয়ন আবাহনী।
আগামী ২ মে মুখোমুখি হবে শেখ রাসেল ও রহমতগঞ্জ।