এই দুটি বিভাগের সাইক্লিস্টরা চারটি করে সোনা জিতেছে।
Published : 27 Feb 2023, 07:44 PM
যুব গেমসের দ্বিতীয় দিনে সাইক্লিং ডিসিপ্লিনে আধিপত্য করেছেন খুলনা ও চট্টগ্রামের সাইক্লিস্টরা। চারটি করে ইভেন্টে সেরা হয়েছেন তারা। ভারোত্তোলন ডিসিপ্লিনে হয়েছে তিনটি রেকর্ড। জুডো ডিসিপ্লিনে প্রথম সোনা জিতেছেন আলিফ ইফতি বাঁধন।
আর্মি স্টেডিয়ামে সোমবার তরুণদের ১০০০ মিটার টাইম ট্রায়ালে খুলনার আল মামুন ১ মিনিট ২৮ দশমিক ৬৬ সেকেন্ড সময় নিয়ে প্রথম হন। ২০০০ মিটার টিম টাইম ট্রায়ালে খুলনা সাইক্লিস্ট দল ৩ মিনিট ২৬ দশমিক ৮৩ সেকেন্ড টাইমিং নিয়ে সেরা হয়। এছাড়া এলিমিনেশন রেসে আল মামুন ও নাসরিন সুলতানার হাত ধরে আরও দুটি সোনা জেতে তারা।
মেয়েদের ৫০০ মিটার টাইম ট্রায়ালে চট্টগ্রামের রাহেলা খাতুন ৪৮ দশমিক ২৫ সেকেন্ড সময় নিয়ে সেরা হন। ১০০০ মিটার টিম ট্রায়ালে চট্টগ্রাম বিভাগ সাইক্লিস্ট দল সেরা হয় ২ মিনিট ১২ দশমিক ৫ সেকেন্ড টাইমিং করে। এছাড়া চট্টগ্রামের হয়ে ২০০০ মিটার স্ক্র্যাচ রেসে রাশেদ আলী, ১০০০ মিটার স্ক্র্যাচ রেসে স্নিগ্ধা আক্তার জেতেন সোনার পদক।
ভারোত্তোলনে সুমনা, জুলেখার দ্যুতি
আর্মি স্টেডিয়ামে মেয়েদের ৪৫ কেজি ওজন শ্রেণীতে রংপুর বিভাগের সুমনা রায় স্ন্যাচ (৫২) এবং ক্লিন এন্ড জার্ক (৬৩) মিলিয়ে ১১৫ কেজি তুলে সোনা জিতেন।
৪৯ কেজিতে ঢাকা বিভাগের জুলেখা স্ন্যাচ ও ক্লিন এন্ড জার্ক মিলিয়ে (৫০+৬১) ১১১ কেজি এবং ৫৫ কেজিতে খুলনা বিভাগের মারুফ হোসেন স্ন্যাচ ও ক্লিন এন্ড জার্ক মিলিয়ে (৭৯+৯৪) মোট ১৭৩ কেজি তুলে প্রথম হন। তিন জনই স্ন্যাচ, ক্লিন অ্যান্ড জার্ক এবং মোট উত্তোলন ক্যটাগরিতে গড়েছেন রেকর্ড।
হকির সেমিতে রাজশাহী, ঢাকা, রংপুর ও চট্টগ্রাম
মওলানা ভাসানি জাতীয় হকি স্টেডিয়ামে হওয়া এই ডিসিপ্লিনের ছেলেদের বিভাগে সেমি-ফাইনাল নিশ্চিত করেছে রাজশাহী, ঢাকা ও রংপুর বিভাগ। রাজশাহী ৪-২ গোলে ময়মনসিংহকে, ঢাকা ১০-০ গোলে সিলেটকে, রংপুর ৬-১ গোলে খুলনাকে এবং চট্টগ্রাম ১৫-০ গোলে বরিশালকে হারায়।
জুডোতে প্রথম সোনা আলিফের
মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে হওয়া জুডো ডিসিপ্লিনে প্রথম সোনার পদক জিতেছেন ঢাকা বিভাগের বাঁধন। ৭৩ কেজি ওজন শ্রেণিতে সেরা হন তিনি। এই ডিসিপ্লিনের তরুণ ও তরুণী দুই বিভাগে মোট ১৬৮ খেলোয়াড় ১৪ ওজন শ্রেণিতে শ্রেষ্ঠত্বের লড়াই করবেন।
তায়কোয়ান্দোতে চট্টগ্রামের চার সোনা
জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাশিয়ামে হওয়া এই ডিসিপ্লিনে আধিপত্য করেছেন চট্টগ্রামের অ্যাথলেটরা। নিষ্পত্তি হওয়া পাঁচ ইভেন্টের চারটিতে সেরা হয়েছেন তারা। ৪৫ কেজিতে খালিদ বিন আজিজ, ৪৮ কেজিতে মাহমুদুন নবী, ৫১ কেজিতে মেহেদী হাসান ও ৫৫ কেজিতে তাহিব হোসেন সেরা হয়েছেন। ৫৯ (+) কেজিতে প্রথম হয়েছেন ঢাকার রাইয়ান আলম।
ব্যাডমিন্টন
শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে ছেলেদের এককের কোয়ার্টার ফাইনালে চট্টগ্রামের সিফাত উল্লাহ গালিব, ঢাকার শেখ সাগর, চট্টগ্রামের আবদুল আওয়াল এবং সিলেটের শাহেদ আহমেদ সেমি-ফাইনালে উঠেছেন।
তরুণীদের কোয়ার্টার-ফাইনালে খুলনার শেখ প্রিথা, ঢাকার তানজিলা মাহমুদ, রাজশাহীর সিনথিয়া খানম, খুলনার মাধুর্য্য বিশ্বাস জায়গা করে নিয়েছেন সেরা চারে।
ফুটবলের সেমিতে রাজশাহী ও চট্টগ্রাম
মেয়েদের বিভাগের ঢাকা, রংপুর বিভাগ সেমি-ফাইনাল খেলা নিশ্চিত করেছিল আগেই। এবারে সেরা চারে খেলা নিশ্চিত করেছে রাজশাহী ও চট্টগ্রাম।
বাফুফে আর্টিফিসিয়াল টার্ফে রাজশাহী বিভাগ ১০-০ গোলে উড়িয়ে দেয় বরিশাল বিভাগকে। বিজয়ী দলের পপি একাই চারটি গোল করেন। দিনের অন্য ম্যাচে চট্টগ্রাম বিভাগ টাইব্রেকারে ৪-১ গোলে হারায় ময়মনসিংহ বিভাগকে। নির্ধারিত সময়ের খেলা শেষ হয়েছিল ২-২ সমতায়।
বুধবার তরুণীদের ফুটবলে দুটি সেমি-ফাইনাল হবে। প্রথম ম্যাচে লড়বে ঢাকা ও রাজশাহী। দ্বিতীয় সেমি-ফাইনাল খেলবে রংপুর ও চট্টগ্রাম বিভাগ।