ভারতকে ছাড়াই মেয়েদের সাফ আয়োজনের ভাবনা

ফিফার নিষেধাজ্ঞার কারণে মেয়েদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে ভারতের অংশ নেওয়া অনিশ্চয়তার মুখে পড়ে গেছে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 August 2022, 10:54 AM
Updated : 16 August 2022, 10:54 AM

সূচি, গ্রুপিং সবই ঠিক হয়ে গেছে। আগামী মাসের শুরুতে মাঠে গড়ানোর কথা মেয়েদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। কিন্তু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) উপর ফিফার নিষেধাজ্ঞায় ভারতের সাফে অংশ নেওয়া পড়ে গেছে অনিশ্চয়তায়। তবে সাউথ এশিয়ান ফুটবল কনফেডারেশন (সাফ) নির্ধারিত সময়েই প্রতিযোগিতাটি আয়োজন করতে আগ্রহী।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি সোমবার বিবৃতিতে জানায়, ফেডারেশনে ‘তৃতীয় পক্ষের অন্যায্য হস্তক্ষেপের’ কারণে এআইএফএফ-এর উপর নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়েছে তারা। নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে অনির্দিষ্ট কালের জন্য।

নেপালের কাঠমাণ্ডুতে আগামী ৬ সেপ্টেম্বর মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হয়ে ১৯ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা। পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে ‘এ’ গ্রুপে আছে বাংলাদেশ, পাকিস্তান ও মালদ্বীপ।

প্রতিযোগিতা শুরু হতে হাতে সময় থাকায় এখনই কোনো তাড়াহুড়ো করতে রাজি নয় সাফ। সংস্থাটির সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানালেন, আপাতত অপেক্ষা করবেন, চূড়ান্ত সিদ্ধান্ত পরে।

“ফিফার যে কোনো সিদ্ধান্ত আমাদের আঞ্চলিক সংস্থাগুলো মানতে বাধ্য। এখন ফিফা ভারতের উপর অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে। যতটুকু জানি, আগামীকাল ওদের কোর্টে এ বিষয় নিয়ে শুনানি আছে। আমাদেরও আগামীকাল মিটিং আছে, সেখানেও বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।”

“যদি ভারতের উপর ফিফার নিষেধাজ্ঞা বলবৎ থাকে, তাহলে তাদেরকে ছাড়াই আমাদেরকে মেয়েদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে হবে। সেক্ষেত্রে ভারতের গ্রুপে চারটি দল ছিল, সেখানে তিনটি দল থাকবে। নতুন করে কোনো গ্রুপিং করার প্রয়োজন পড়বে না। একটি দল কমে যাওয়ায় সূচিতে পরিবর্তন আসতে পারে।”

এবারের আসরে ‘বি’ গ্রুপের তিন দল স্বাগতিক নেপাল, ভূটান ও শ্রীলঙ্কা