ম্যানচেস্টার ইউনাইটেডের পরবর্তী ম্যাচে ক্যামেরুন গোলরক্ষকের খেলা নিয়ে সংশয় নেই, খবর সংবাদমাধ্যমের।
Published : 19 Nov 2023, 06:34 PM
জাতীয় দলের হয়ে খেলার সময় চোট পেয়েছেন আন্দ্রে ওনানা। ক্যামেরুনের পরবর্তী ম্যাচে খেলবেন না তিনি। তবে আন্তর্জাতিক ফুটবলের বিরতি শেষে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রথম ম্যাচেই তাকে হয়তো মাঠে দেখা যাবে।
বিশ্বকাপ বাছাইয়ে শনিবার মরিশাসের বিপক্ষে ম্যাচে চোট পেয়েছেন তিনি। আফ্রিকা অঞ্চলের বাছাইয়ের ‘ডি’ গ্রুপে এই ম্যাচের শুরুর একাদশে ছিলেন ওনানা। ম্যাচের ১০ মিনিট বাকি থাকতে মাঠ ছাড়েন তিনি। ম্যাচটি তার দল জেতে ৩-০ গোলে।
ক্যামেরুন ফুটবল ফেডারেশন রোববার এক বিবৃতিতে জানিয়েছে, চিকিৎসার জন্য ইউনাইটেডে ফিরে গেছেন ওনানা। চোটের ধরন বা তিনি কবে ফিরতে পারেন, সেটা অবশ্য উল্লেখ করা হয়নি।
তবে সংবাদমাধ্যমের খবর, চোট তেমন গুরুতর নয়, সতর্কতার অংশ হিসেবে তুলে নেওয়া হয়েছিল ওনানাকে। ইউনাইটেডের পরবর্তী ম্যাচেই তার খেলার সম্ভাবনা রয়েছে।
আগামী রোববার প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে খেলবে এরিক টেন হাগের দল।
ইংল্যান্ডের শীর্ষ লিগে ১২ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে ছয় নম্বর স্থানে আছে ইউনাইটেড।