টটেনহ্যামের নতুন কোচ পোস্টেকোগ্লু

চার বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন অস্ট্রেলিয়ান এই কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 June 2023, 03:57 PM
Updated : 6 June 2023, 03:57 PM

অবশেষে স্থায়ী কোচ পেল টটেনহ্যাম হটস্পার। চার বছরের চুক্তিতে এনজ পোস্টেকোগ্লুকে নিয়োগ দিল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি।

বিবৃতি দিয়ে মঙ্গলবার পোস্টেকোগ্লুকে দায়িত্ব দেওয়ার খবরটি জানায় টটেনহ্যাম। আগামী ১ জুলাই থেকে কাজ শুরু করবেন অস্ট্রেলিয়ান এই কোচ।

স্কটিশ প্রিমিয়ারশিপের ক্লাব সেল্টিককে ঘরোয়া ট্রেবল জেতানো পোস্টেকোগ্লু টটেনহ্যামের স্থায়ী কোচ হিসেবে আন্তোনিও কন্তের উত্তরসূরি হতে যাচ্ছেন।

টানা ব্যর্থতার দায়ে গত মার্চ মাসে কন্তেকে বরখাস্ত করে টটেনহ্যাম। এরপর অন্তরবর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করেন ক্রিস্তিয়ান স্তেল্লিনি ও রায়ান ম্যাসন।

২০২১ সালে টটেনহ্যামের কোচ হন কন্তে। তবে সপ্তম কোচ হিসেবে ক্লাবটির ১৫ বছরের শিরোপা খরা কাটাতে ব্যর্থ হন এই ইতালিয়ান। সবশেষ ২০০৮ সালে লিগ কাপ জেতে লন্ডনের ক্লাবটি।

এই মৌসুমে লিগে অষ্টম হয়ে শেষ করে টটেনহ্যাম। ২০০৯-১০ মৌসুমের পর আগামী মৌসুমে তাই প্রথমবারের মতো ইউরোপীয় প্রতিযোগিতায় খেলতে পারবে না তারা।