ইতালিয়ান গণমাধ্যমের সঙ্গে চলমান ঝামেলার মধ্যে এই কাণ্ড ঘটালেন আউরেলিও দে লাউরেন্তিস।
Published : 12 Mar 2024, 08:47 PM
উয়েফা থেকে বড় ধরনের জরিমানার শঙ্কায় পড়লেন নাপোলি সভাপতি আউরেলিও দে লাউরেন্তিস। ইতালিয়ান গণমাধ্যমের সঙ্গে চলমান ঝামেলার মধ্যে এক ক্যামেরাম্যানকে ধাক্কা মারলেন তিনি।
বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগের আগে এই কাণ্ড ঘটালেন দে লাউরেন্তিস। সে সময় মঙ্গলবারের ম্যাচের জন্য ইতালির টেলিভিশন চ্যানেল স্কাই স্পোর্টকে সাক্ষাৎকার দিচ্ছিলেন নাপোলি ফরোয়ার্ড মাত্তেও পলিতানো।
টেলিভিশনে সরাসরি সম্প্রচার হচ্ছিল ওই সাক্ষাৎকার। ঝড়ের বেগে দে লাউরেন্তিস মাঠে ঢুকে চিৎকার করে বলতে থাকেন, “পলিতানো! পলিতানো! তোমাদের (স্কাই) সঙ্গে, তার কথা বলার অনুমতি নেই।”
সাক্ষাৎকার ছেড়ে উঠে যেতে বাধ্য হন পলিতানো, এ সময় ইতালিয়ান ফরোয়ার্ডের মুখে ছিল দ্বিধার হাসি। এরপর ক্যামেরার দিকে তাকিয়ে অপমানসূচক কিছু বলেন দে লাউরেন্তিস এবং ক্যামেরাম্যানকে ধাক্কা মারেন। ভারাসাম্য হারানো এড়াতে কয়েক পা পিছিয়ে যান ক্যামেরাম্যান।
ইতালির গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, দে লাউরেন্তিস কেবল নাপোলি সমর্থক সাংবাদিকদের সঙ্গে খেলোয়াড়দের সাক্ষাৎকারের অনুমতি দেবেন।