ফরাসি ওপেনে খেলবেন না মারে

উইম্বলডনের জন্য পুরোপুরি প্রস্তুত থাকতে এই সিদ্ধান্ত নিয়েছেন অ্যান্ডি মারে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 May 2023, 01:25 PM
Updated : 21 May 2023, 01:25 PM

বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম ফরাসি ওপেন থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অ্যান্ডি মারে। গ্রাস-কোর্ট মৌসুমকে অগ্রাধিকার দিতে, বিশেষ করে উইম্বলডনের জন্য নিজেকে প্রস্তুত করতে এই সিদ্ধান্ত নিয়েছেন ব্রিটিশ টেনিস তারকা। 

আগামী ২৮ মে থেকে ১১ জুন পর্যন্ত চলবে ফরাসি ওপেন। আর উইম্বলডন শুরু হবে ৩ জুলাই। 

২০১৭ সালের পর রোলাঁ গাঁরোয় কেবল একবার খেলেছেন ৩৬ বছর বয়সী মারে। 

চলতি মাসের শুরুতে ক্লে-কোর্ট চ্যালেঞ্জার জেতেন মারে। কিন্তু এই কোর্টে এরপর থেকে ধুঁকছেন তিনটি গ্র্যান্ড স্ল্যামজয়ী স্কটিশ তারকা।

বোর্দোয় এই সপ্তাহের শুরুতে দীর্ঘ দিনের প্রতিদ্বন্দ্বী স্তানিস্লাস ভাভরিঙ্কার বিপক্ষে হেরে যান মারে। রোম, মাদ্রিদ ও মন্তে কার্লোর এটিপি ইভেন্ট থেকেও দ্রুত বিদায় নেন তিনি।

আগামী ১৯ থেকে ২৫ জুন কুইন্স ক্লাবে অনুষ্ঠেয় সিঞ্চ চ্যাম্পিয়নশিপে খেলার কথা রয়েছে মারের। 

২০১৬ সালের ফরাসি ওপেনের ফাইনালে খেলেছিলেন মারে। শিরোপা লড়াইয়ে হেরে গিয়েছিলেন নোভাক জোকোভিচের বিপক্ষে। টুর্নামেন্টের পরের বছরের আসরে সেমি-ফাইনাল থেকে তাকে বিদায় করে দেন ভাভরিঙ্কা। 

২০১৯ সালে নিতম্বে অস্ত্রোপচারের পর ছেলেদের র্যাঙ্কিংয়ে ৫০৩ নম্বরে নেমে যান মারে। কঠোর পরিশ্রম করে ঘুরে দাঁড়িয়ে এখন তিনি আছেন ৪২তম স্থানে।