কলম্বিয়াতে গিয়ে বাবার সঙ্গে দেখা করেছেন লিভারপুল ফরোয়ার্ড।
Published : 15 Nov 2023, 07:22 PM
অপহরণের প্রায় দুই সপ্তাহ পর মুক্তি পাওয়া বাবার সঙ্গে অবশেষে দেখা করেছেন লুইস দিয়াস। লিভারপুল ফরোয়ার্ড ও তার বাবার সাক্ষাতের খবরটি নিশ্চিত করেছে কলম্বিয়ান ফুটবল ফেডারেশন।
কলম্বিয়ার ছোট শহর বারানকাস থেকে গত ২৮ অক্টোবর দিয়াসের বাবা লুইস মানুয়েল দিয়াসকে অপহরণ করেছিল গেরিলা গ্রুপ ন্যাশনাল লিবারেশন আর্মি বা ইএলএন-এর সদস্যরা। ১২ দিন পর তাকে ছেড়ে দেয় অপহরণকারীরা।
দিয়াসের বাবার সঙ্গে অপহরণ করা হয়েছিল তার মাকেও। মোটরবাইকে থাকা বন্দুকধারীরা তাদের গাড়িতে তুলে নিয়ে গিয়েছিল। তবে কয়েক ঘন্টার মধ্যেই তার মাকে উদ্ধার করে পুলিশ।
কঠিন সময়ে লিভারপুলের হয়ে খেলা চালিয়ে যান দিয়াস। চলতি মাসের শুরুতে ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার লুটন টাউনের বিপক্ষে ম্যাচে গোলের উদযাপনে জার্সি উঁচিয়ে ভেতরের টি-শার্ট মেলে ধরেন তিনি। সেই স্প্যানিশ বার্তাটি বাংলা করলে হয় ‘বাবার মুক্তির জন্য।’
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলার জন্য এখন জাতীয় দলে যোগ দিতে কলম্বিয়ায় অবস্থান করছেন ২৬ বছর বয়সী এই ফুটবলার।