ইউরোপা লিগের মৌসুম সেরা সেভিয়ার নাভাস

এই প্রতিযোগিতায় স্প্যানিশ ক্লাবটির চ্যাম্পিয়ন হওয়ার পথে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ডিফেন্ডার হেসুস নাভাস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 June 2023, 09:37 AM
Updated : 5 June 2023, 09:37 AM

ইউরোপা লিগে সেভিয়ার চ্যাম্পিয়ন হওয়ার পথে অসামান্য অবদান রাখার স্বীকৃতি পেয়েছেন হেসুস নাভাস। ২০২২-২৩ মৌসুমে ইউরোপের দ্বিতীয় সেরা ক্লাব প্রতিযোগিতার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সেভিয়া অধিনায়ক।

পুরো আসরে দারুণ পারফরম্যান্সের পর রোমার বিপক্ষে ফাইনালেও দলের জয়ে ভূমিকা রাখেন নাভাস। প্রথমার্ধে পাওলো দিবালার গোলে এগিয়ে যায় ইতালিয়ান ক্লাবটি। ৫৫তম মিনিটে নাভাসের একটি ক্রস হেডে ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে পাঠান রোমার জানলুকা মানচিনি। এরপর পেনাল্টি শুটআউটে ৪-১ গোলে জিতে রেকর্ড সপ্তমবারের মতো ইউরোপা লিগের চ্যাম্পিয়ন হয় সেভিয়া।

আসরে ৯টি ম্যাচ খেলে সতীর্থদের দিয়ে তিনটি গোল করান ৩৭ বছর বয়সী নাভাস।

টুর্নামেন্টের সেরা তরুণ খেলোয়াড়ের খেতাব জিতেছেন বায়ার লেভারকুজেনের মিডফিল্ডার ফ্লোরিয়ান ভিরৎজ। ৮ ম্যাচ খেলে ৩টি গোলের পাশাপাশি ২টি অ্যাসিস্ট করেন ২০ বছর বয়সী এই ফুটবলার।