আন্তর্জাতিক ফুটবলে আলেক্সিস মাক আলিস্তেরের প্রথম গোলটি এলো বিশ্বকাপে।
Published : 01 Dec 2022, 04:26 AM
আন্তর্জাতিক ফুটবলে নিজের প্রথম গোলের জন্য এর চেয়ে ভালো মঞ্চ ও মুহূর্ত হয়তো আর পেতেন না আলেক্সিস মাক আলিস্তের। বিশ্বকাপের ম্যাচে দলের খুব প্রয়োজনের সময়ে জালের দেখা পেলেন তিনি। আর্জেন্টিনার জয়ে রাখলেন বড় অবদান।
দোহার স্টেডিয়াম ৯৭৪-এ গ্রুপের শেষ রাউন্ডে বুধবার রাতে পোল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে ওঠে আর্জেন্টিনা।
শুরু থেকে একের পর এক আক্রমণে পোলিশদের কাঁপিয়ে দিলেও গোল পাচ্ছিল না লিওনেল স্কালোনির দল। এর মাঝে আবার দলের সেরা তারকা লিওনেল মেসি পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন।
কাঙ্ক্ষিত গোল মেলে দ্বিতীয়ার্ধের ৬৮ সেকেন্ডের মাথায়। নাহুয়েল মোলিনার পাস বক্সে পেয়ে মাক আলিস্তেরের কোনাকুনি শট দূরের পোস্ট দিয়ে জালে জড়ায়।
পরে দারুণ এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড হুলিয়ান আলভারেস। তার মতো মাক আলিস্তেরও খেলেন প্রিমিয়ার লিগের ক্লাবে, ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের হয়ে। ম্যাচ সেরার পুরস্কার ওঠে এই মিডফিল্ডারের হাতেই।
আর্জেন্টিনার হয়ে মাক আলিস্তেরের অভিষেক ২০১৯ সালে। সে যাত্রায় দুই ম্যাচ খেলার পর মাঝে আড়াই বছরের বেশি সময় দলের বাইরে ছিলেন তিনি। এই বছরের শুরুর দিকে ফেরার পর প্রথমবারের মতো জায়গা করে নেন বিশ্বকাপের স্কোয়াডে। প্রথম গোলটিও পেয়ে গেলেন বিশ্ব সেরার মঞ্চেই, ক্যারিয়ারের দশম ম্যাচে এসে।
মাক আলিস্তেরের মতো আলভারেসও বিশ্বকাপে প্রথম গোল পেলেন। বৈশ্বিক আসরে এই নিয়ে ভিন্ন ৬২ জন গোলদাতা পেল আর্জেন্টিনা। তাদের চেয়ে বেশি আছে কেবল জার্মানি (৭৭) ও ব্রাজিলের (৮৩)।