তাদের ভগ্নিপতি দুই ভাইকে পারিবারিক বিরোধ নিয়ে আলোচনার সময় এ ঘটনা ঘটে।
Published : 07 Apr 2025, 01:27 AM
পারিবারিক বিরোধ নিয়ে আলোচনার সময় কথা কাটাকাটি থেকে ময়মনসিংহে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই খুন হয়েছেন।
রোববার বিকালে সদর উপজেলার খাগডহর ইউনিয়নের মির্জাপুর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান কোতোয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম খান।
মিশুক চালক ছোট ভাই লাল চাঁনকে (২২) খুনের ঘটনায় পুলিশ বড় ভাই জালাল উদ্দিনকে (৩৫) আটক করেছেন।
স্থানীয়দের থেকে পাওয়া তথ্যের বরাতে ওসি বলেন, পারিবারিক বিষয়াদি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে তাদের ভগ্নিপতি দুই ভাইকে নিয়ে আলোচনা করছিলেন। এ সময় দুই ভাইয়ের মধ্যে তর্ক শুরু হলে হঠাৎ জালাল উদ্দিন ছোট ভাই লাল চাঁনকে দা দিয়ে ঘাড়ে কোপ দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।