আরেকটি জয়ের পর ফাহাদের ড্র

ছয় ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ভিয়েতনামে হওয়া প্রতিযোগিতায় এককভাবে শীর্ষে রয়েছেন বাংলাদেশের এই ইন্টারন্যাশনাল মাস্টার।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 May 2023, 02:32 PM
Updated : 24 May 2023, 02:32 PM

তৃতীয় ও চতুর্থ রাউন্ডে হারিয়েছিলেন দুই গ্র্যান্ডমাস্টারকে। পঞ্চম রাউন্ডেও ফাহাদ রহমান হারিয়ে দিলেন স্বাগতিক ভিয়েতনামের মহিলা গ্র্যান্ডমাস্টারকে। কিন্তু পরের রাউন্ডে জয়ের ধারা ধরে রাখতে পারলেন না ফাহাদ।

ভিয়েতনামের হ্যানয়ে হওয়া গ্র্যান্ডমাস্টার দাবা প্রতিযোগিতায় বুধবার ভো থি কিম ফুংকে হারান বাংলাদেশের এই ইন্টারন্যাশনাল মাস্টার। ষষ্ঠ রাউন্ডে সিঙ্গাপুরের ক্যান্ডিডেট মাস্টার ওয়ং ঝেনইয়ং জাইদেনের সাথে ড্র করেন তিনি।

ছয় ম্যাচে চার জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে ভিয়েতনামে হওয়া প্রতিযোগিতায় এককভাবে শীর্ষে রয়েছেন ফাহাদ। আগের দুই রাউন্ডে ইন্দোনেশিয়ার গ্র্যান্ডমাস্টার প্রিয়াসমোরো নবেন্দ্র ও ভারতের গ্র্যান্ডমাস্টার স্বয়ামস মিশ্রর বিপক্ষে জিতেছিলেন তিনি।

সপ্তম রাউন্ডে ভিয়েতনামের ইন্টারন্যাশনাল মাস্টার ত্রান মিনহ্ থাং এবং অষ্টম রাউন্ডে ফিলিপিন্সের ইন্টারন্যাশনাল মাস্টার লাবোক এরিক জুনিয়রের বিপক্ষে খেলবেন ফাহাদ।