রদ্রিগোর জোড়া গোলে কোপা দেল রে চ্যাম্পিয়ন রিয়াল

ওসাসুনাকে হারিয়ে ২০১৪ সালের পর প্রথম এই প্রতিযোগিতার শিরোপা জিতল রিয়াল মাদ্রিদ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 May 2023, 10:05 PM
Updated : 6 May 2023, 10:05 PM

ম্যাচ শুরুর এক মিনিট ৪৭ সেকেন্ডে গোল হজমের পর রিয়াল মাদ্রিদের চোখে চোখ রেখে লড়াই করল ওসাসুনা। সমতা ফিরিয়ে জমিয়ে তুলল লড়াই, কিন্তু শেষ রক্ষা হলো না। তাদের স্বপ্ন গুঁড়িয়ে কোপা দেল রের শিরোপা জিতল কার্লো আনচেলত্তির দল।

সেভিয়ায় শনিবার রাতের ফাইনালে রদ্রিগোর জোড়া গোলে ২-১ ব্যবধানে জিতেছে রিয়াল।

স্পেনের দ্বিতীয় সেরা প্রতিযোগিতাটিতে গত ৯ বছরে প্রথম ও সব মিলিয়ে রিয়ালের ২০তম শিরোপা এটি। এর আগে সবশেষ তারা জিতেছিল ২০১৪ সালে, সান্তিয়াগো বের্নাবেউয়ে আনচেলত্তির প্রথম মেয়াদের কোচিংয়ে।

অন্যদিকে, ১০৩ বছরের ক্লাব ইতিহাসে ওসাসুনার একটি বড় শিরোপা জয়ের অপেক্ষা আরও বাড়ল। এর আগে ২০০৫ সালেও প্রতিযোগিতাটির ফাইনালে তারা হেরেছিল, রিয়াল বেতিসের বিপক্ষে।

দুই ব্রাজিলিয়ানের নৈপুণ্যে ম্যাচের দ্বিতীয় মিনিটে এগিয়ে যায় রিয়াল। ওসাসুনার দুই খেলোয়াড়ের বাধা এড়িয়ে বাঁ দিকের বাইলাইনের কাছাকাছি থেকে কাট-ব্যাক করেন ভিনিসিউস জুনিয়র। ছয় গজ বক্সের মুখে বাঁ পায়ের শটে বল জালে পাঠান অরক্ষিত রদ্রিগো।

ওই ধাক্কা সামলে দারুণ ফুটবল খেলতে থাকে ওসাসুনা। অষ্টম মিনিটে প্রথম সুযোগ পায় তারা। আন্তে বুদিমিরের হেড সহজেই ঠেকান থিবো কোর্তোয়া। পঞ্চদশ মিনিটে দলটির আরেক ফরোয়ার্ড গোমেসের হেড লক্ষ্যে থাকেনি।

২৪তম মিনিটে দারুণ সেভে ব্যবধান বাড়তে দেননি ওসাসুনার গোলরক্ষক সের্হিও এররেরা। ভিনিসিউস বিপজ্জনক পাস দেন বক্সে। রদ্রিগোর ফ্লিকে বল পেয়ে যান করিম বেনজেমা। ফরাসি তারকার শট ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন এররেরা।

পরের মিনিটে বেঁচে যায় রিয়াল। ওসাসুনার আব্দে ইজ্জাজুলি বক্সের বাইরে এদের মিলিতাওয়ের বাধা এড়িয়ে ভেতরে ঢুকে চিপ শটে পরাস্ত করেন কোর্তোয়াকে, কিন্তু গোললাইন থেকে বল ক্লিয়ার করেন ডিফেন্ডার দানি কারভাহাল।

৩২তম মিনিটে অল্পের জন্য ব্যবধান দ্বিগুণ হয়নি। ডাভিড আলাবার বুলেট গতির ফ্রি-কিক ক্রসবারে লেগে ফেরে।

৫৮তম মিনিটে সমতায় ফেরে ওসাসুনা। বক্সের বাইরে থেকে দুর্দান্ত হাফ-ভলিতে গোলটি করেন স্প্যানিশ মিডফিল্ডার লুকাস তোরো।

তাদের সেই স্বস্তি অবশ্য বেশিক্ষণ টেকেনি। ৭০তম মিনিটে আবার এগিয়ে যায় রিয়াল। বাঁ দিকের বাইলাইন থেকে ভিনিসিউসের কাট-ব্যাক ক্লিয়ার করলেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেনি ওসাসুনা। টনির ক্রুসের শট এক ডিফেন্ডারের পায়ে লেগে বল পেয়ে যান রদ্রিগো, বাকিটা অনায়াসে সারেন ব্রাজিলিয়ান উইঙ্গার।

বাকি সময়ে বাবধান বাড়ানোর ভালো দুটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি আলাবা ও বেনজেমা। যোগ করা সময়ে সুযোগ হারায় ওসাসুনাও। উল্লাসে মাতে রিয়াল।

চলতি মৌসুমে রিয়ালের লা লিগা শিরোপা ধরে রাখার সম্ভাবনা একরকম শেষই হয়ে গেছে। তবে চ্যাম্পিয়ন্স লিগে তারা টিকে আছে ভালোভাবে। আগামী মঙ্গলবার সেমি-ফাইনালের প্রথম লেগে ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে শিরোপাধারীরা। তার আগে এই শিরোপা জয় বেনজেমা-ভিনিসিউসদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে নিশ্চিতভাবে।