পদকজয়ী সাইক্লিস্ট মাশরাফি হোসেন মারুফের মৃত্যুর খবর শোকের আবহ তৈরি করে।
Published : 28 Feb 2023, 07:56 PM
গেমসের তৃতীয় দিনের সকালে আসে দুঃসংবাদটি। পদকজয়ী সাইক্লিস্ট মাশরাফি হোসেন মারুফের বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু নাড়িয়ে দেয় সবাইকে। শোকের আবহে শুরু হওয়া দিনে নিজেদের ইভেন্টে আলো ছড়িয়েছেন ভারোত্তোলক শাম্মী সুলতানা, মোহাম্মদ সোহান ও জয়দেব রায়। ব্যাডমিন্টনের এককে সেরার মুকুট পরেছেন শাহেদ আহমেদ ও এসকে পৃথা।
শেখ কামাল ২য় যুব গেমসে মঙ্গলবার দাবায় আধিপত্য করেছে ঢাকা। দুই বিভাগেই সবগুলো ম্যাচ জিতে সেরা হয়েছে তারা।
ভারোত্তোলনে শাম্মী, সোহানের রেকর্ড
প্রতিযোগিতার তৃতীয় দিনে ভারোত্তোলনে রেকর্ড গড়ে সোনা জিতেছেন শাম্মী, সোহান ও জয়দেব। তরুণী বিভাগে ৫৫ কেজি ওজন শ্রেণিতে খুলনা বিভাগের শাম্মী সুলতানা স্ন্যাচ ৫০* ও ক্লিন অ্যান্ড জার্ক ৬২* মিলিয়ে ১১২* কেজি উত্তোলন করে সোনা জেতেন।
তরুণ বিভাগের ৬১ কেজি ওজন শ্রেণিতে খুলনা বিভাগের সোহান স্ন্যাচ ৯২* ক্লিন অ্যান্ড জার্ক ৯৭* মিলিয়ে ১৮৭* তুলে সেরা হন। আর ৬৭ কেজি ওজন শ্রেণিতে রংপুর বিভাগের জয়দেব স্ন্যাচ ৯০* ও ক্লিন অ্যান্ড জার্ক ১১৫* মিলিয়ে ২০৫* কেজি তুলে জিতেন সোনা।
ব্যাডমিন্টন এককে সেরা শাহেদ ও পৃথা
শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে তরুণ এককের ফাইনালে সিলেটের শাহেদ ৪-২১, ২৩-২১ ও ২১-১১ (২-১ সেট) পয়েন্টে চট্টগ্রামের সিফাত উল্লাহ গালিবকে হারিয়ে সেরা হন। তরুণী এককের ফাইনালে খুলনার এসকে পৃথা ২১-১৬ ও ২১-১২ (২-০ সেট) পয়েন্টে নিজ দলের ম্যাথেনা মাথুর্য্য বিশ্বাসকে হারান। তরুণ দ্বৈতে সিলেটের মাসুদ আহমেদ-শাহেদ আহমেদ জুটি এবং তরুণী দ্বৈতে খুলনার ম্যাথেনা বিশ্বাস- পৃথা সেরা হয়েছেন। মিশ্র দ্বৈতের মুকুট জিতেছেন গালিব-আইনুল তাজরীন জুটি।
তরুণদের ফুটবলের ফাইনালে রংপুর ও রাজশাহী
পল্টন আউটার স্টেডিয়ামে প্রথম সেমি-ফাইনালে রংপুর বিভাগ ৩-০ গোলে খুলনা বিভাগকে হারারা। অষ্টাদশ মিনিটে শাহরিয়ার দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন আলমগীর। দ্বিতীয় সেমি-ফাইনালে রাজশাহী ২-০ গোলে জিতেছে সিলেটের বিপক্ষে। জয়ী দলের দুই গোলদাতা সিদ্দিক ও আকাশ।
দাবায় ঢাকার শ্রেষ্ঠত্ব
স্ট্যান্ডার্ড দাবার তরুণ বিভাগে পাঁচটি ম্যাচে সবগুলো জিতে সেরা হয়েছে ঢাকা বিভাগ। রুপা জিতেছে রাজশাহী। এই ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছে সিলেট। তরুণীদের বিভাগেও ঢাকা পাঁচ খেলার সবকটিতে জিতে হয়েছে সেরা।
হকির ফাইনালে চট্টগ্রাম-খুলনার মেয়েরা
মওলানা ভাসানী জাতীয় স্টেডিয়ামে প্রথম সেমি-ফাইনালে শুট আউটে চট্টগ্রাম ৪-৩ গোলে রাজশাহী বিভাগকে হারায়। দ্বিতীয় সেমি-ফাইনালে ইভার হ্যাটট্রিকে ঢাকাকে ৪-০ গোলে হারিয়ে ফাইনাল উঠেছে খুলনা বিভাগ।
তায়েকোয়ান্দোয় আধিপত্য চট্টগ্রামের
এই ডিসিপ্লিনের ১৫ সোনার পদকের ১০টি জিতেছে চট্টগ্রাম বিভাগ। এছাড়া ৪ রুপা ও ১০ ব্রোঞ্জ মিলিয়ে ২৪টি পদক নিয়ে সম্মিলিত পদক তালিকার শীর্ষে চট্টগ্রাম। ঢাকা ও রাজশাহী পেয়েছে দুটি করে সোনা; আরেকটি সোনা গেছে ময়মনসিংহের ঝুলিতে।
তরুণী হ্যান্ডবলে রংপুর চ্যাম্পিয়ন
শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ৩০-১৭ গোলে ঢাকাকে হারিয়ে হ্যান্ডবলে চ্যাম্পিয়ন হয়েছে রংপুরের মেয়েরা। জয়ী দল প্রথমার্ধে ১৪-৬ গোলে এগিয়ে ছিলো। এ ইভেন্টের ব্রোঞ্জ জিতেছে রাজশাহী বিভাগ।
জুডোয় ৬টি সোনা নিষ্পত্তি
এই ডিসিপ্লিনের অনূর্ধ্ব-৪৫ কেজিতে চট্টগ্রাম বিভাগের ইব্রাহিম খলিলুল্লাহ, অনূর্ধ্ব -৫০ কেজিতে আপ্রুসে শাই মারমা। অনূর্ধ্ব -৫৫ কেজিতে ঢাকার মো. ইব্রাহিম সেরা হয়েছেন। তরুণী অনূর্ধ্ব -৫২ কেজিতে রংপুরের তাশরাফি তাবাছুম, অনূর্ধ্ব -৫৭ কেজিতে খুলনার সুমাইয়া ইয়াসমিন এবং ৫৭ (+) কেজিতে খুলনা বিভাগের ফাবিহা বুশরা হয়েছেন সেরা।