নতুন কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জিম র্যাটক্লিফের সতর্ক হওয়া প্রয়োজন বলে মনে করেন এই ডাচ কোচ।
Published : 04 Apr 2024, 05:22 PM
ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাওয়া দলকে পথে ফেরাতে এরই মধ্যে বেশ কিছু পরিবর্তন এনেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন মালিক স্যার জিম র্যাটক্লিফ। সামনেও এমন কিছু দেখা যাবে বলে ধারণা করা যাচ্ছে। তবে কোচ এরিক টেন হাগের ভাবনা এখানে ভিন্ন। তিনি মনে করছেন, দল সঠিক পথেই আছে। তাই নতুন কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে র্যাটক্লিফের সতর্ক হওয়া প্রয়োজন।
গত ডিসেম্বরে ১২৫ কোটি পাউন্ড দিয়ে ইউনাইটেডের মালিকানার ২৫ শতাংশ কিনে নেন র্যাটক্লিফ। চুক্তির অংশ হিসেবে ক্লাবের ফুটবল পরিচালনার নিয়ন্ত্রণ থাকবে এই ব্রিটিশ ধনকুবেরের প্রতিষ্ঠান ইনেওস গ্রুপের হাতে।
পরিবর্তনের অংশ হিসেবে ইতোমধ্যে নতুন সিইও হিসেবে ওমার বেরার্দোকে নিয়োগ দেওয়া হয়েছে। খেলোয়াড় কেনা-বেচা ও অন্যান্য নিয়োগের দায়িত্বেও নতুন মুখ আনার চেষ্টা করছে তারা।
মাঠের ফুটবলে চলতি মৌসুমে ইউনাইটেডের সবচেয়ে বড় সমস্যা অধারাবাহিকতা। ২৯ ম্যাচ খেলে তারা জিততে পেরেছে মাত্র ১৫টিতে, হেরেছে ১১টি, বাকি তিনটি ড্র। ৪৮ পয়েন্ট নিয়ে নেমে গেছে লিগ টেবিলের ষষ্ঠ স্থানে। শীর্ষ চারে থেকে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়া তাদের জন্য এখন অনেক কঠিন; ৩১ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে অ্যাস্টন ভিলা।
দলের এমন বাজে দশায় ডাগআউটে টেন হাগের অবস্থাও হয়ে পড়েছে নড়বড়ে। কয়েক মাস ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে, মৌসুম শেষে চাকরি হারাতে পারেন তিনি। তবে বুধবার এক সংবাদ সম্মেলনে ৫৪ বছর বয়সী কোচ র্যাটক্লিফের উদ্দেশ্যে বলেন, অনেক তরুণ খেলোয়াড়দের নিয়ে দল ঠিকভাবেই এগিয়ে যাচ্ছে।
“আমার মতে, প্রক্রিয়া অনুসরণ করা উচিত। আমাদের দলে ভালো মানের তরুণ খেলোয়াড় আছে, যারা উঠে আসছে। তারা দারুণভাবে উন্নতি করছে। আমরা ভালোভাবে, সঠিক লক্ষ্যে এগিয়ে যাচ্ছি এবং আমাদের পরবর্তী ধাপে পা রাখতে হবে। এই প্রক্রিয়ায় বাধা দেবেন না।”
প্রিমিয়ার লিগে বৃহস্পতিবার চেলসির মুখোমুখি হবে ইউনাইটেড। স্ট্যামফোর্ড ব্রিজে বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত সোয়া একটায়।