Published : 25 Dec 2023, 06:01 PM
ওল্ড ট্র্যাফোর্ডে কোচ এরিক টেন হাগের সঙ্গে রাফায়েল ভারানের ‘সম্পর্কের অবনতি’ এবং সেই কারণে ফরাসি এই ডিফেন্ডারের জানুয়ারিতে দলবদলের যে গুঞ্জন উঠেছিল গত মাসে, তা নতুন করে আবার শোনা যাচ্ছে। কয়েকটি সম্ভাবনার মাঝে নতুন করে উঠেছে তার রেয়াল মাদ্রিদে ফেরার কথাও।
ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে তিনি সাম্প্রতিককালের সাড়া জাগানো সৌদি ফুটবলে পাড়ি দিতে পারেন বলেও খবর বের হয়েছে। তবে, তার তেমন কোনো সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন ভারানের ঘনিষ্ঠ জন।
২০১১ থেকে পরের এক দশক রেয়ালে সাফল্যমণ্ডিত সময় কাটানো ভারানে ২০২১ সালে যোগ দেন ইংলিশ ক্লাব ইউনাইটেডে। আর ২০২২ সালে দলটির দায়িত্ব নেন টেন হাগ। তার কোচিংয়ে প্রথম মৌসুমটা বেশ ভালোই কাটে ভারানের। কিন্তু, এই মৌসুমে ভীষণ বাজে সময় কাটছে ‘রেড ডেভিলস’ নামে পরিচিত দলটির। টেন হাগ ও ভারানের সম্পর্কেও ফাটল ধরেছে বলেও গত মাসে খবর আসে।
অবশ্য এই কোচ ও খেলোয়াড়েরই কেউ তেমন কোনো কিছু বলেননি। সম্প্রতি এই ডাচ কোচ তো ভারানেকে ক্লাবে ধরে রাখতে চান বলেও জানান। তবে, পুরনো গুঞ্জন তাতে থেমে নেই।
এদের মিলিতাও ও ডাভিড আলাবাকে লম্বা সময়ের জন্য হারিয়ে ভীষণ সমস্যায় আছে রেয়াল। এই দুই ডিফেন্ডারের শূন্যতা পূরণে রেয়াল জানুয়ারিতেই ভারানেকে দলে টানতে পারে বলে কিছুদিন আগে স্প্যানিশ পত্রিকা এএস সূত্রের বরাত দিয়ে লিখেছিল।
এদিকে, ফরাসি পত্রিকা লেকিপে ভারানের সম্ভাব্য ভবিষ্যৎ ঠিকানা নিয়ে নতুন খবর ছেপেছে।
রেয়ালে তার দীর্ঘদিনের সতীর্থ করিম বেনজেমা বর্তমানে সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদে খেলছেন। পুরনো সতীর্থের পথে হেঁটে তিনিও এই নতুন চ্যালেঞ্জ নিতে পারেন কিনা, এমন প্রশ্নের উত্তরে ৩০ বছর বয়সী ভারানের এক ঘনিষ্ঠ জন স্পষ্টভাবে বলেছেন, “না, (সৌদি ফুটবলে যাওয়ার) এই সম্ভাবনা নেই।”