বরুশিয়াকে উড়িয়ে শুরু ‘টুখেলের বায়ার্নের’

দারুণ জয়ে বুন্ডেসলিগার টেবিলে শীর্ষে ফিরেছে টমাস টুখেলের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 April 2023, 06:31 PM
Updated : 1 April 2023, 06:31 PM

নতুন কোচের হাত ধরে প্রথম ম্যাচ। বায়ার্ন মিউনিখ জ্বলে উঠল তেড়েফুঁড়ে। বরুশিয়া ডর্টমুন্ডকে গুঁড়িয়ে দিয়ে বুন্ডেসলিগার টেবিলে শীর্ষে ফিরল টমাস টুখেলের দল। 

আলিয়াঞ্জ অ্যারেনায় শনিবার বুন্ডেসলিগার ম্যাচে বরুশিয়াকে ৪-২ গোলে হারিয়েছে বায়ার্ন। এই জয়ে ২৬ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরেছে তারা। সমান ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে বরুশিয়া। 

হঠাৎ করেই ইউলিয়ান নাগেলসমানকে বিদায় করে টুখেলের হাতে দলের হাল তুলে দেয় বায়ার্ন কর্তৃপক্ষ। প্রথম ম্যাচে বরুশিয়াকে উড়িয়ে যেন তা পূরণের বার্তা কিছুটা হলেও দিয়ে রাখলেন এই জার্মান কোচ।

ত্রয়োদশ মিনিটে গোলরক্ষক গ্রেগর কোবেলের আত্মঘাতী গোলে এগিয়ে যায় বায়ার্ন। পাঁচ মিনিট পর মাটাইস ডি লিখটের পাস ধরে বক্সের ভেতর থেকে ঠাণ্ডা মাথায় ব্যবধান দ্বিগুণ করেন টমাস মুলার। 

বরুশিয়ার রক্ষণে চাপ ধরে রেখে ২৩তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে নেয় বায়ার্ন। লেরয় সানের শট গোলরক্ষক আটকে দিলেও বল গ্লাভসে নিতে পারেননি, ছুটে গিয়ে ফিরতি সুযোগ কোনাকুণি শটে কাজে লাগান মুলার। তাতে বিরতির আগেই ম্যাচের লাগাম চলে যায় বায়ার্নের মুঠোয়।

লিগ টেবিলে শীর্ষে থেকে খেলতে নামা বরুশিয়া দ্বিতীয়ার্ধেও খুঁজে পায়নি ছন্দ। বরং ৫১তম মিনিটে আরেক গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় তারা। উইং ধরে আক্রমণে ওঠা সানে কিছুটা এগিয়ে থ্রু পাস বাড়ান বসে, নিখুঁত টোকায় বাকি কাজ সারেন কিংসলে কোমান। 

৫৯তম মিনিটে দুর্দান্ত গোলের উচ্ছ্বাসে ভাসতে পারতেন এরিক মাক্সিম চুপো-মেটিং। সতীর্থের পাস বুক দিয়ে নামিয়ে দারুণ অ্যাক্রোবেটিক সাইড ভলিতে জাল খুঁজে নিয়েছিলেন এই ফরোয়ার্ড। কিন্তু অফসাইডের কারণে হয়নি গোল।

সফল স্পট কিকে ব্যবধান কমান এমরে কান। জুড বেলিংহ্যামকে বক্সে সের্গেই জিনাব্রি ফাউল করলে পেনাল্টি পেয়েছিল বরুশিয়া। শেষ দিকে আরেকটি গোল শোধ করেন ডোনিয়েল মালেন। 

বুন্ডেসলিগায় ১০ ম্যাচ অপরাজিত থাকার পর ফের হারের তেতো স্বাদ পেল বরুশিয়া। চলতি লিগে এটি তাদের তৃতীয় হার। সবশেষ গত বছর নভেম্বরে বরুশিয়া মুনশেনগ্ল্যাডবাখের কাছে হেরেছিল তারা।