ফুটবলের বিশ্ব সেরা সব তারকারা জড়ো হলেন প্যারিসে। রঙিন হয়ে উঠল দা বেস্ট ফিফা অ্যাওয়ার্ডস অনুষ্ঠান। কিংবদন্তি পেলেকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে শুরু হলো পুরস্কার প্রদান পর্ব। সেরাদের সারিতে উজ্জ্বল হয়ে উঠল বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার নাম। বর্ষসেরা কোচ-গোলরক্ষকদের ভিড়ে বিস্ময় হয়ে ধরা দিলেন অ্যাম্পুটি ফুটবলের তারকা মার্সিন ওলেক্সি, জিতলেন পুসকাস অ্যাওয়ার্ড। সবশেষে আরও একবার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার উঠল মহাতারকা লিওনেল মেসির হাতে।
Published : 28 Feb 2023, 03:15 AM