খেলোয়াড়দের সমালোচনায় আপত্তি ইন্টার কোচের

সমালোচনা থেকে খেলোয়াড়দের ঢাল হয়ে আগলে রাখতে চান ইন্টার মিলান কোচ সিমোনে ইনজাগি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 April 2023, 05:12 PM
Updated : 18 April 2023, 05:12 PM

চলতি মৌসুমে সেরি আয় শিরোপা লড়াই থেকে আগেই ছিটকে যাওয়া ইন্টার মিলানকে লড়তে হচ্ছে শীর্ষ চারে থাকতে। লিগে ভালো না খেলায় চারদিকে যে সমালোচনা চলছে, তাতে খেলোয়াড়দের ঢাল হয়ে রক্ষা করতে চান ক্লাবটির কোচ সিমোনে ইনজাগি। এজন্য দলের ব্যর্থতার সব দায় নিজের কাঁধে নিতেও প্রস্তুত এই ইতালিয়ান। 

ইতালির শীর্ষ লিগে নিজেদের সবশেষ পাঁচ ম্যাচে জয়ের দেখা পায়নি ইন্টার। এর মধ্যে চারটিতেই হেরে তারা চলে গেছে পয়েন্ট টেবিলে সেরা চারের বাইরে। ৩০ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে পাঁচে আছে ইনজাগির দল। সমান ম্যাচে ৫৩ পয়েন্টে চারে এসি মিলান। ৭৫ পয়েন্ট নিয়ে শিরোপার সুবাস পাচ্ছে নাপোলি। 

লিগে ইন্টারের সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে চাপের মুখে আছেন ইনজাগি। ইতালির সংবাদ মাধ্যমের খবর, বরখাস্ত করা হতে পারে তাকে। 

চ্যাম্পিয়ন্স লিগে অবশ্য ভালো খেলছে ইন্টার৷ কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে বেনফিকাকে তারা হারিয়েছে ২-০ গোলে। গ্রুপ পর্বে পেছনে ফেলেছিল বার্সেলোনাকে। এরপর শেষ ষোলোয় ইন্টার ছিটকে দেয় পর্তুগিজ ক্লাব পোর্তোকে। 

বেনফিকার বিপক্ষে দ্বিতীয় লেগে বুধবার ঘরের মাঠে খেলবে ইন্টার। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ইনজাগি বলেন, সমালোচনার তীরে বিদ্ধ হতে আপত্তি নেই তার। 

“বার্সেলোনা ম্যাচের আগে, পোর্তো ম্যাচের আগেও সমালোচনাগুলো একই ছিল। ব্যক্তিগতভাবে আমি এতে অভ্যস্ত। খেলোয়াড়দের চেয়ে তারা বরং আমার সমালোচনা করলেই ভালো।” 

“সমালোচনা আমাদের আরও বেশি কাজ করতে উৎসাহ যোগায়। লিগে আমরা সেভাবে উন্নতি করতে পারিনি। অন্য দলগুলোর মতো আমাদেরও সমস্যা ছিল।” 

চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার সবশেষ সেমি-ফাইনালে খেলেছিল ২০১০ সালে, সেবার চ্যাম্পিয়ন হয়েছিল তারা। এবারও অন্তত শেষ চার পর্যন্ত যেতে চান ইনজাগি। 

“এখন আমাদের ভক্তদের একটি স্মরণীয় রাত উপহার দেওয়ার দিকে মনোযোগ দিতে হবে। ইউরোপে শীর্ষ চারে থেকে শেষ করতে পারলে সেটা গুরুত্বপূর্ণ মাইলফলক হবে।”