পর্তুগিজ এই ক্লাব দিয়েই ১৬ বছর আগে ইউরোপিয়ান ফুটবলে পা রেখেছিলেন আর্জেন্টাইন তারকা।
Published : 06 Jul 2023, 02:31 PM
১৬ বছর আগের জুলাইয়ে বেনফিকায় নাম লিখিয়েছিলেন আর্জেন্টিনার এক উঠতি প্রতিভা। যে স্বপ্ন নিয়ে ইউরোপের ফুটবলে পা রেখেছিলেন ১৯ বছর বয়সী সেই ফুটবলার, সেসবের অনেকটাই পূরণ করেছেন তিনি বড় বড় ক্লাবে খেলে দারুণ সব সাফল্যে নিজেকে রাঙিয়ে। এখন ক্যারিয়ারের গোধূলি বেলায় তিনি ফিরে গেলেন পুরনো আশ্রয়ে। বেনফিকায় দ্বিতীয় অধ্যায় শুরু করলেন আনহেল দি মারিয়া।
একটি ভিডিওতে বুধবার দি মারিয়াকে দলে নেওয়ার কথা জানায় বেনফিকা। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকাকে তারা বরণ করে নেয় এভাবে, “ঘরে স্বাগত, দি মারিয়া!’
তার ইন্টার মায়ামিতে যোগ দেওয়া নিয়েও গুঞ্জন ছিল। তবে দলটির সত্বাধিকারীদের একজন হোর্হে মাস সম্প্রতি জানান, দি মারিয়া অন্য ক্লাব বেছে নিয়েছেন। সেই ক্লাবের নামই এবার খোলাসা হলো। ৩৫ বছর বয়সী উইঙ্গারের সঙ্গে বেনফিকার চুক্তি আপাতত ১ বছরের।
২০০৫ সালে আর্জেন্টিনার ক্লাব রোজারিও সেন্ত্রালের হয়ে দি মারিয়ার পেশাদার ক্যারিয়ার শুরু। ২০০৭ সালে তিনি যোগ দেন বেনফিকায়। ২০০৯ সালে পর্তুগিজ ক্লাবটির সঙ্গে তিন বছরের নতুন চুক্তি হয় তার। সেই সময়ই তাকে নিয়ে আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো মারাদোনা বলেছিলেন, ‘আর্জেন্টিনার পরবর্তী মহাতারকা।’
তার ওপর নজর পড়ে ইউরোপের বড় বড় ক্লাবের। সফল হয় রিয়াল মাদ্রিদ। ২০১০ সালে ইউরোপের সফলতম ক্লাবে পা রাখেন তিনি ৫ বছরের চুক্তিতে। রিয়ালের হয়ে লা লিগা, কোপা দেল রে, চ্যাম্পিয়ন্স লিগ, স্প্যানিশ সুপার কপা, উয়েফা সুপার কাপ, সব কিছুই জিতেই ২০১৪ সালে তিনি যোগ দেন ম্যানচেস্টার ইউনাউটেডে।
ইংলিশ প্রিমিয়ার লিগে কেবল এক বছরই খেলেন। ২০১৫ সালে পিএসজিতে নাম লিখিয়ে চলে যান ফ্রান্সে। এই ক্লাবেই কাটান ক্যারিয়ারের সবচেয়ে লম্বা সময়। ৭ বছরে ৫ বার স্বাদ পান লিগ শিরোপা জয়ের। সঙ্গে ৫টি ফ্রেঞ্চ কাপ ও ৪টি লিগ কাপও জয় করেন।
গত বছর যোগ দেন ইউভেন্তুসে। ইউরোপের সব শীর্ষ লিগে খেলে এখন আবার বেনফিকায় যোগ দিয়ে চক্র পূরণ হলো তার। এর মধ্যে আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা ও বিশ্বকাপ জিতে তার ক্যারিয়ার পৌঁছেছে প্রায় পূর্ণতার পথে।
বেনফিকায় দি মারিয়া সতীর্থ হিসেবে পাবেন আর্জেন্টিনার আরেক বিশ্বকাপজয়ী তারকা নিকোলাস ওতামেন্দিকে।